ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

ঢাবি ভিসিকে দোষী দেখিয়ে মূল সত্য আড়াল করার পাঁয়তারা: সারজিসের অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

সোহরাওয়ার্দী উদ্যানে ঘটে যাওয়া সাম্য হত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, এই ঘটনার দায় ঢাবি প্রশাসনের ওপর চাপানো একটি অপচেষ্টা এবং সত্য আড়াল করার পাঁয়তারা।

সারজিস আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চসংলগ্ন এলাকা, যা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতার বাইরে। উদ্যানের ভেতরে চলা মাদক, চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপের পেছনে প্রভাবশালী সিন্ডিকেটের হাত রয়েছে, যারা আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সঙ্গে হাত মিলিয়ে এসব অপকর্ম চালায় বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “উদ্যান ও ক্যাম্পাসজুড়ে বসানো শতাধিক ভাসমান দোকান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ নয়। এগুলো বসিয়েছে কিছু চাঁদাবাজ সংগঠনের লোকজন, যারা প্রভাব খাটিয়ে সেগুলো থেকে অর্থ আদায় করে এবং সুরক্ষা দেয়।”

টিএসসি এলাকার চা দোকানগুলোকেও বিশ্ববিদ্যালয় পরিবেশ ধ্বংসের দায়ে অভিযুক্ত করেন সারজিস। তিনি বলেন, “টিএসসির মূল ক্যাফেটেরিয়াকে কার্যত অচল করে প্রায় ৩০টি চায়ের দোকান বসানো হয়েছে, যেখানে প্রতিদিন বহিরাগত, বখাটে, মাদকসেবীরা এসে পরিবেশ নষ্ট করছে।”

সারজিস আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদে এগোয়, তখনই বাধা দেওয়া হয় এবং ক্ষমতার দাপট দেখানো হয়। দোয়েল চত্বর, মেট্রোরেল স্টেশন ও শহিদ মিনার এলাকার দোকানগুলোকেও তিনি একইভাবে দায়ী করেন।

তিনি প্রশ্ন তোলেন, “আমরা নিজেরা যখন ক্যাম্পাসে মাদক, অবৈধ দোকান আর বহিরাগতদের আমন্ত্রণ জানাই, তখন কোনো দুর্ঘটনার জন্য কেবল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করা কতটা যৌক্তিক?”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভাসমান দোকান উচ্ছেদ করে শিক্ষার্থীদের জন্য সুলভ ও নিরাপদ ক্যাফেটেরিয়া চালু করতে হবে। ক্যাম্পাসে যান চলাচল ও বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।”

সবশেষে সারজিস আলম বলেন, “সাম্যের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেন আর কোনো সাম্যকে হারাতে না হয়।

নিউজটি শেয়ার করুন

ঢাবি ভিসিকে দোষী দেখিয়ে মূল সত্য আড়াল করার পাঁয়তারা: সারজিসের অভিযোগ

আপডেট সময় ১২:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

সোহরাওয়ার্দী উদ্যানে ঘটে যাওয়া সাম্য হত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, এই ঘটনার দায় ঢাবি প্রশাসনের ওপর চাপানো একটি অপচেষ্টা এবং সত্য আড়াল করার পাঁয়তারা।

সারজিস আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চসংলগ্ন এলাকা, যা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতার বাইরে। উদ্যানের ভেতরে চলা মাদক, চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপের পেছনে প্রভাবশালী সিন্ডিকেটের হাত রয়েছে, যারা আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সঙ্গে হাত মিলিয়ে এসব অপকর্ম চালায় বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “উদ্যান ও ক্যাম্পাসজুড়ে বসানো শতাধিক ভাসমান দোকান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ নয়। এগুলো বসিয়েছে কিছু চাঁদাবাজ সংগঠনের লোকজন, যারা প্রভাব খাটিয়ে সেগুলো থেকে অর্থ আদায় করে এবং সুরক্ষা দেয়।”

টিএসসি এলাকার চা দোকানগুলোকেও বিশ্ববিদ্যালয় পরিবেশ ধ্বংসের দায়ে অভিযুক্ত করেন সারজিস। তিনি বলেন, “টিএসসির মূল ক্যাফেটেরিয়াকে কার্যত অচল করে প্রায় ৩০টি চায়ের দোকান বসানো হয়েছে, যেখানে প্রতিদিন বহিরাগত, বখাটে, মাদকসেবীরা এসে পরিবেশ নষ্ট করছে।”

সারজিস আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদে এগোয়, তখনই বাধা দেওয়া হয় এবং ক্ষমতার দাপট দেখানো হয়। দোয়েল চত্বর, মেট্রোরেল স্টেশন ও শহিদ মিনার এলাকার দোকানগুলোকেও তিনি একইভাবে দায়ী করেন।

তিনি প্রশ্ন তোলেন, “আমরা নিজেরা যখন ক্যাম্পাসে মাদক, অবৈধ দোকান আর বহিরাগতদের আমন্ত্রণ জানাই, তখন কোনো দুর্ঘটনার জন্য কেবল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করা কতটা যৌক্তিক?”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভাসমান দোকান উচ্ছেদ করে শিক্ষার্থীদের জন্য সুলভ ও নিরাপদ ক্যাফেটেরিয়া চালু করতে হবে। ক্যাম্পাসে যান চলাচল ও বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।”

সবশেষে সারজিস আলম বলেন, “সাম্যের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেন আর কোনো সাম্যকে হারাতে না হয়।