ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে মালয়েশিয়ায় বিএনপির কর্মশালা ঢাবি ভিসিকে দোষী দেখিয়ে মূল সত্য আড়াল করার পাঁয়তারা: সারজিসের অভিযোগ চট্টগ্রাম বন্দর ছাড়া অর্থনীতির নতুন দিগন্ত সম্ভব নয়: ড. ইউনূস শাহরিয়ার সাম্য হত্যাকাণ্ড: সোহরাওয়ার্দী উদ্যান এখন ‘অপরাধের স্বর্গরাজ্য’: হাসনাত আব্দুল্লাহ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতা ট্রাম্প করেনি: ভারতের স্পষ্ট বার্তা টাইগারদের আরব আমিরাত সফর শুরু, পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা চট্টগ্রাম বন্দর ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, আলোচনার মাঝেই উত্তেজনা বৃদ্ধি গাজায় পূর্ণশক্তি নিয়ে অভিযান চালাতে যাচ্ছে ইসরায়েল: নেতানিয়াহু

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চাই: যুক্তরাজ্য বিএনপির সভাপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি বলেন, এই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব না হলে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটি গ্রহণযোগ্য সময় নির্ধারণ করা জরুরি।

মঙ্গলবার (১৩ মে) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অভিযোগ করেন, বিগত সরকার ক্ষমতায় থাকাকালে দেশের প্রায় ১৬২ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তিনি বলেন, “এই দুর্নীতির বিচার করতে হবে, দেশের সম্পদ লুটপাটকারীরা যেন দায়মুক্তি না পায়।”

এম এ মালিক জানান, তিনি দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। এই তিনটি এলাকাকে দেশসেরা অঞ্চলে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, “দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার বিপন্ন। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের সরকার গঠনের জন্য দেশের প্রত্যেক নাগরিককে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”

মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসী বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে দেশের রাজনীতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলে ধরেন।

উল্লেখ্য, এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রবাসে থেকেও তিনি দেশের রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরব ভূমিকা রেখে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চাই: যুক্তরাজ্য বিএনপির সভাপতি

আপডেট সময় ০৩:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি বলেন, এই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব না হলে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটি গ্রহণযোগ্য সময় নির্ধারণ করা জরুরি।

মঙ্গলবার (১৩ মে) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অভিযোগ করেন, বিগত সরকার ক্ষমতায় থাকাকালে দেশের প্রায় ১৬২ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তিনি বলেন, “এই দুর্নীতির বিচার করতে হবে, দেশের সম্পদ লুটপাটকারীরা যেন দায়মুক্তি না পায়।”

এম এ মালিক জানান, তিনি দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। এই তিনটি এলাকাকে দেশসেরা অঞ্চলে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, “দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার বিপন্ন। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের সরকার গঠনের জন্য দেশের প্রত্যেক নাগরিককে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”

মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসী বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে দেশের রাজনীতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলে ধরেন।

উল্লেখ্য, এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রবাসে থেকেও তিনি দেশের রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরব ভূমিকা রেখে চলেছেন।