ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

লাহোরে একাধিক বিস্ফোরণ, তদন্তে নিরাপত্তা বাহিনী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 34

ছবি সংগৃহীত

 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের ওয়ালটন রোড এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাতের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অন্তত দুই থেকে তিনটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকায় প্রবেশে নিষেধ করা হয়েছে এবং চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। তবে এই বিস্ফোরণ ঠিক কোথা থেকে বা কী কারণে হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি প্রশাসন।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

ঘটনার সময়কাল বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। কারণ, ঠিক এর আগের দিনই ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিয়ে ভারত অন্তত ৯টি স্থানে বিমান হামলা চালায়। হামলায় পাকিস্তানের ২৪টি সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করে নয়াদিল্লি।

এরই জবাবে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী আইএসপিআর জানিয়েছে, ভারতের একটি ব্রিগেড সদর দফতরসহ একাধিক সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানা হয়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। যার মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯। এদিকে একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি ফ্রান্সের গোয়েন্দা সূত্রও নিশ্চিত করেছে।

এই বিস্ফোরণের পেছনে আন্তর্জাতিক উত্তেজনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত মন্তব্যের আগে তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

লাহোরে একাধিক বিস্ফোরণ, তদন্তে নিরাপত্তা বাহিনী

আপডেট সময় ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের ওয়ালটন রোড এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাতের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অন্তত দুই থেকে তিনটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকায় প্রবেশে নিষেধ করা হয়েছে এবং চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। তবে এই বিস্ফোরণ ঠিক কোথা থেকে বা কী কারণে হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি প্রশাসন।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

ঘটনার সময়কাল বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। কারণ, ঠিক এর আগের দিনই ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিয়ে ভারত অন্তত ৯টি স্থানে বিমান হামলা চালায়। হামলায় পাকিস্তানের ২৪টি সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করে নয়াদিল্লি।

এরই জবাবে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী আইএসপিআর জানিয়েছে, ভারতের একটি ব্রিগেড সদর দফতরসহ একাধিক সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানা হয়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। যার মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯। এদিকে একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি ফ্রান্সের গোয়েন্দা সূত্রও নিশ্চিত করেছে।

এই বিস্ফোরণের পেছনে আন্তর্জাতিক উত্তেজনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত মন্তব্যের আগে তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।