বিমানবাহিনীর সাবেক প্রধানের সম্পদ জব্দের নির্দেশ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ
- আপডেট সময় ০৪:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 58
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের নামে থাকা তিনটি ফ্ল্যাট, নির্মাণাধীন সাততলা ভবন ও সাত শতক জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
এদিন দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার আদালতে একটি আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, অবৈধ নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানে প্রাথমিকভাবে দেখা গেছে, শেখ আব্দুল হান্নান তার নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি ও তার পরিবার এসব সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে জরুরি ভিত্তিতে সম্পদগুলো জব্দ না করলে পরবর্তীতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে।
আদালতে দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক উল্লিখিত সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।
এর আগে গত ৫ মে একই আদালত শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং সানজিদা আক্তার নামের একজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
দুদক জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সম্পদের উৎস যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।
























