ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি ও পিএসজি হাতিয়ার কিশোরীকে নির্যাতন ও অপহরণ : চট্টগ্রামে অভিযুক্ত আটক জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ব্যর্থ, এনসিপি নিজেই ঘোষণা দেবে: নাহিদ ইসলাম ভারতে রথযাত্রায় মর্মান্তিক পদদলনের ঘটনায় নিহত ৩, আহত ১০ উত্তরার আজমপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় পাকিস্তান কোনো আপস করবে না: সেনাপ্রধান বেনফিকাকে হারিয়ে চেলসি ও বোতাফোগোর হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেইরাস ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ৮০ কোটি টাকা, পুঁজিবাজারে সূচকের উত্থান নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি স্থগিত করল আপিল বিভাগ পাকিস্তানেরসেন্ট্রাল জেলে বন্দিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় সুপারসহ ১৫ কর্মকর্তা বরখাস্ত

প্রিয় নেত্রীকে দেখতে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 34

ছবি সংগৃহীত

 

লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। প্রিয় নেত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হয়েছেন হাজারো দলীয় নেতাকর্মী।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় আসতে শুরু করেন। কারো হাতে ছিল প্লেকার্ড ও ব্যানারে শুভেচ্ছাবার্তা, কারো হাতে দলীয় পতাকা। সকাল ৮টার আগেই বিমানবন্দরের সামনের সড়ক নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে।

ঢাকা উত্তর যুবদলের কর্মী জহিরুল ইসলাম তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে এসেছেন। তিনি বলেন, “প্রিয় নেত্রীর মুখটা দেখতে অনেক দিন ধরেই অপেক্ষা করছি। আজকের দিনটা আমাদের জন্য আনন্দের। আমরা এখানে এসেছি নেত্রীর প্রতি ভালোবাসা জানাতে।”

কাপাসিয়া থেকে আসা বিএনপি কর্মী শাহরিয়ার কবির বলেন, “ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। নেত্রীর জন্য প্রতিদিন দোয়া করেছি। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে ফিরেছেন, এর চেয়ে খুশির খবর আর কিছু হতে পারে না।”

দলের একটি সূত্র জানিয়েছে, গুলশান-২ এর ফিরোজা বাসভবনে খালেদা জিয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দর থেকে বাসভবনে পৌঁছানোর সময় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।

প্রসঙ্গত, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে দলের ভেতর ছিল এক ধরনের উদ্দীপনা। আজ তাকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে বিমানবন্দর এলাকা।

দলীয় নেতারা জানান, নেত্রীর উপস্থিতি দলের প্রাণশক্তি ফিরিয়ে আনবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে এটি হবে একটি নতুন প্রেরণা।

 

নিউজটি শেয়ার করুন

প্রিয় নেত্রীকে দেখতে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল

আপডেট সময় ১০:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। প্রিয় নেত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হয়েছেন হাজারো দলীয় নেতাকর্মী।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় আসতে শুরু করেন। কারো হাতে ছিল প্লেকার্ড ও ব্যানারে শুভেচ্ছাবার্তা, কারো হাতে দলীয় পতাকা। সকাল ৮টার আগেই বিমানবন্দরের সামনের সড়ক নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে।

ঢাকা উত্তর যুবদলের কর্মী জহিরুল ইসলাম তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে এসেছেন। তিনি বলেন, “প্রিয় নেত্রীর মুখটা দেখতে অনেক দিন ধরেই অপেক্ষা করছি। আজকের দিনটা আমাদের জন্য আনন্দের। আমরা এখানে এসেছি নেত্রীর প্রতি ভালোবাসা জানাতে।”

কাপাসিয়া থেকে আসা বিএনপি কর্মী শাহরিয়ার কবির বলেন, “ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। নেত্রীর জন্য প্রতিদিন দোয়া করেছি। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে ফিরেছেন, এর চেয়ে খুশির খবর আর কিছু হতে পারে না।”

দলের একটি সূত্র জানিয়েছে, গুলশান-২ এর ফিরোজা বাসভবনে খালেদা জিয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দর থেকে বাসভবনে পৌঁছানোর সময় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।

প্রসঙ্গত, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে দলের ভেতর ছিল এক ধরনের উদ্দীপনা। আজ তাকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে বিমানবন্দর এলাকা।

দলীয় নেতারা জানান, নেত্রীর উপস্থিতি দলের প্রাণশক্তি ফিরিয়ে আনবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে এটি হবে একটি নতুন প্রেরণা।