ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

৪৮ ঘণ্টার মধ্যে ভারতে আটক ৭ বাংলাদেশির মুক্তি চেয়ে জরুরি নোটিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 34

ছবি সংগৃহীত

 

ভারতের মেঘালয়ে ছয় মাস ধরে আটক থাকা সাতজন বাংলাদেশি জেলের মুক্তির দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশের অনুলিপি পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিজিবি মহাপরিচালক, কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং চিলমারী উপজেলার ইউএনও’র কাছেও পাঠানো হয়েছে।

চ্যানেল ২৪-এর এক প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালের ৪ নভেম্বর কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জিঞ্জিরাম নদী দিয়ে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতের সীমান্তে প্রবেশ করেন সাত বাংলাদেশি জেলে। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাগারে পাঠায়। বর্তমানে তারা মেঘালয়ের কালাইর চর পেট্রোল থানার আমপাতি হাজতে আটক রয়েছেন।

আটক জেলেরা হলেন চিলমারীর হরিনের বন্দ এলাকার রাসেল মিয়া (৩৫), ব্যাপারীপাড়ার বিপ্লব মিয়া (৪৫), মীর জাহান আলী (৪৫), বকুল মিয়া (৩২), আমির আলী (৩৫), রাজিবপুরের বালিয়ামারী এলাকার আঙ্গুর হোসেন (২০) ও রৌমারীর যাদুর চর বকবান্ধা গ্রামের চাঁন মিয়া (৬০)।

বিএসএফের হাতে আটকের বিষয়টি প্রথমে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে পরিবারগুলো এ বিষয়ে জানতে পারে। এরপর থেকে ছয় মাস পার হলেও এখনও মুক্তির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভারতীয় এক আইনজীবীর মাধ্যমে জামিনের চেষ্টা করলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। সর্বশেষ ২১ এপ্রিল জামিন শুনানির তারিখ থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে সেটিও হয়নি।

আটকদের পরিবারের সদস্যরা জানান, ভারতীয় উকিল ২ লাখ টাকা চেয়েছে, যা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। সংসার চালানো, বাচ্চাদের পড়ালেখা সবকিছুই এখন অনিশ্চয়তায়। তারা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

মানবাধিকার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “রাষ্ট্র যদি সক্রিয় না হয়, তাহলে এ ধরনের আটক জেলেদের মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। নদীতে মাছ ধরতে গিয়ে ভুল করে সীমান্ত অতিক্রম করলেও সেটির জন্য সারাজীবন কারাগারে থাকা অমানবিক। বিষয়টি দ্রুত রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান হওয়া উচিত।”

নিউজটি শেয়ার করুন

৪৮ ঘণ্টার মধ্যে ভারতে আটক ৭ বাংলাদেশির মুক্তি চেয়ে জরুরি নোটিশ

আপডেট সময় ০২:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

ভারতের মেঘালয়ে ছয় মাস ধরে আটক থাকা সাতজন বাংলাদেশি জেলের মুক্তির দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশের অনুলিপি পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিজিবি মহাপরিচালক, কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং চিলমারী উপজেলার ইউএনও’র কাছেও পাঠানো হয়েছে।

চ্যানেল ২৪-এর এক প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালের ৪ নভেম্বর কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জিঞ্জিরাম নদী দিয়ে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতের সীমান্তে প্রবেশ করেন সাত বাংলাদেশি জেলে। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাগারে পাঠায়। বর্তমানে তারা মেঘালয়ের কালাইর চর পেট্রোল থানার আমপাতি হাজতে আটক রয়েছেন।

আটক জেলেরা হলেন চিলমারীর হরিনের বন্দ এলাকার রাসেল মিয়া (৩৫), ব্যাপারীপাড়ার বিপ্লব মিয়া (৪৫), মীর জাহান আলী (৪৫), বকুল মিয়া (৩২), আমির আলী (৩৫), রাজিবপুরের বালিয়ামারী এলাকার আঙ্গুর হোসেন (২০) ও রৌমারীর যাদুর চর বকবান্ধা গ্রামের চাঁন মিয়া (৬০)।

বিএসএফের হাতে আটকের বিষয়টি প্রথমে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে পরিবারগুলো এ বিষয়ে জানতে পারে। এরপর থেকে ছয় মাস পার হলেও এখনও মুক্তির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভারতীয় এক আইনজীবীর মাধ্যমে জামিনের চেষ্টা করলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। সর্বশেষ ২১ এপ্রিল জামিন শুনানির তারিখ থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে সেটিও হয়নি।

আটকদের পরিবারের সদস্যরা জানান, ভারতীয় উকিল ২ লাখ টাকা চেয়েছে, যা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। সংসার চালানো, বাচ্চাদের পড়ালেখা সবকিছুই এখন অনিশ্চয়তায়। তারা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

মানবাধিকার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “রাষ্ট্র যদি সক্রিয় না হয়, তাহলে এ ধরনের আটক জেলেদের মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। নদীতে মাছ ধরতে গিয়ে ভুল করে সীমান্ত অতিক্রম করলেও সেটির জন্য সারাজীবন কারাগারে থাকা অমানবিক। বিষয়টি দ্রুত রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান হওয়া উচিত।”