০১:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে শুরু প্রথম টেস্ট, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 106

ছবি সংগৃহীত

 

দীর্ঘ চার মাস পর আবারও সাদা পোশাকে মাঠে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলার পর এবার বছরের প্রথম টেস্টে টাইগাররা মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ের। রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

টস ভাগ্যে জয়ী হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন বছরে এটি টাইগারদের প্রথম সাদা পোশাকের মিশন হলেও পাকিস্তানের মাটিতে সদ্যই পাওয়া ২-০ টেস্ট সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ঐতিহাসিক সেই সাফল্যের রেশ এখনো টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের মনে গর্ব ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর আগে একটি আলোচিত বিষয় ছিল উইকেটকিপার হিসেবে কে দায়িত্ব পালন করবেন। অধিনায়ক শান্ত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও বিষয়টি স্পষ্ট করেননি। তবে ম্যাচের দিন নিশ্চিত হয়েছে, গ্লাভস হাতে মাঠে নামছেন জাকের আলি।

বাংলাদেশের একাদশ সাজানো হয়েছে তিন পেসার নিয়ে। দলে জায়গা পেয়েছেন উদীয়মান পেসার নাহিদ রানা। ওপেনিংয়ে থাকছেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। তবে স্কোয়াডে থাকা সত্ত্বেও একাদশে জায়গা পাননি জাকির হাসান।

সবমিলিয়ে দীর্ঘদিন পর টেস্টে ফিরলেও আত্মবিশ্বাসী এক দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। দর্শকদের প্রত্যাশা, নতুন অধিনায়ক শান্তর নেতৃত্বে নতুন বছরে টেস্ট মিশন শুরু হবে জয়ে ভরপুর এক স্মৃতি দিয়ে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ

বেন কুরান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নাইউচি।

নিউজটি শেয়ার করুন

আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে শুরু প্রথম টেস্ট, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 

দীর্ঘ চার মাস পর আবারও সাদা পোশাকে মাঠে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলার পর এবার বছরের প্রথম টেস্টে টাইগাররা মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ের। রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

টস ভাগ্যে জয়ী হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন বছরে এটি টাইগারদের প্রথম সাদা পোশাকের মিশন হলেও পাকিস্তানের মাটিতে সদ্যই পাওয়া ২-০ টেস্ট সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ঐতিহাসিক সেই সাফল্যের রেশ এখনো টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের মনে গর্ব ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর আগে একটি আলোচিত বিষয় ছিল উইকেটকিপার হিসেবে কে দায়িত্ব পালন করবেন। অধিনায়ক শান্ত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও বিষয়টি স্পষ্ট করেননি। তবে ম্যাচের দিন নিশ্চিত হয়েছে, গ্লাভস হাতে মাঠে নামছেন জাকের আলি।

বাংলাদেশের একাদশ সাজানো হয়েছে তিন পেসার নিয়ে। দলে জায়গা পেয়েছেন উদীয়মান পেসার নাহিদ রানা। ওপেনিংয়ে থাকছেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। তবে স্কোয়াডে থাকা সত্ত্বেও একাদশে জায়গা পাননি জাকির হাসান।

সবমিলিয়ে দীর্ঘদিন পর টেস্টে ফিরলেও আত্মবিশ্বাসী এক দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। দর্শকদের প্রত্যাশা, নতুন অধিনায়ক শান্তর নেতৃত্বে নতুন বছরে টেস্ট মিশন শুরু হবে জয়ে ভরপুর এক স্মৃতি দিয়ে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ

বেন কুরান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নাইউচি।