ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

শীর্ষ আলোচনায় বিএনপি ও জাতীয় ঐকমত্য কমিশন: দ্বিতীয় দিনের বৈঠক আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 43

ছবি সংগৃহীত

 

 

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচটি কমিশনের সুপারিশ নিয়ে বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ রোববার (২০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর সংসদ ভবনের এলডি হলে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্যসহ একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে বলে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রথম দফার আলোচনায় বিএনপির প্রতিনিধি দল অংশ নেয়। ওই আলোচনায় নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। পাঁচ সদস্যের এ প্রতিনিধি দল কমিশনের প্রস্তাবনা পর্যালোচনা করে তাদের প্রাথমিক মতামত উপস্থাপন করে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৩ মার্চ বিএনপি আনুষ্ঠানিকভাবে পাঁচ কমিশনের প্রস্তাবনা হাতে পায় এবং দলের পক্ষ থেকে তা গ্রহণ করে প্রয়োজনীয় মতামত প্রদান শুরু করে।

এরও আগে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারে উদ্যোগ নেয়া হয়। এ লক্ষ্যে গঠিত হয় মোট ১১টি কমিশন। এ কমিশনগুলোর কার্যক্রম দুই ধাপে পরিচালিত হয়, যার মধ্যে পাঁচটি কমিশন তাদের সুপারিশ জমা দেয়।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য এসব কমিশনের প্রস্তাবকে কেন্দ্র করেই গঠন করা হয় ‘জাতীয় ঐকমত্য কমিশন’। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজচিন্তক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ কমিশন গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।

ড. ইউনূসের নেতৃত্বে গঠিত এ কমিশন দেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে, যাতে করে একটি স্থায়ী রাজনৈতিক সমঝোতা এবং রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলা সম্ভব হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়নযোগ্যতা, সময়সীমা ও প্রয়োজনীয় আইনি কাঠামো নিয়ে বিশদ আলোচনা হবে। পাশাপাশি বিএনপি তাদের পূর্ণাঙ্গ মতামত তুলে ধরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশনের এমন উদ্যোগে রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে বিশ্লেষকদের অভিমত। রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ এই সংস্কার প্রক্রিয়াকে সফলতার দিকে এগিয়ে নেবে বলেও তারা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ আলোচনায় বিএনপি ও জাতীয় ঐকমত্য কমিশন: দ্বিতীয় দিনের বৈঠক আজ

আপডেট সময় ১০:২১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 

 

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচটি কমিশনের সুপারিশ নিয়ে বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ রোববার (২০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর সংসদ ভবনের এলডি হলে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্যসহ একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে বলে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রথম দফার আলোচনায় বিএনপির প্রতিনিধি দল অংশ নেয়। ওই আলোচনায় নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। পাঁচ সদস্যের এ প্রতিনিধি দল কমিশনের প্রস্তাবনা পর্যালোচনা করে তাদের প্রাথমিক মতামত উপস্থাপন করে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৩ মার্চ বিএনপি আনুষ্ঠানিকভাবে পাঁচ কমিশনের প্রস্তাবনা হাতে পায় এবং দলের পক্ষ থেকে তা গ্রহণ করে প্রয়োজনীয় মতামত প্রদান শুরু করে।

এরও আগে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারে উদ্যোগ নেয়া হয়। এ লক্ষ্যে গঠিত হয় মোট ১১টি কমিশন। এ কমিশনগুলোর কার্যক্রম দুই ধাপে পরিচালিত হয়, যার মধ্যে পাঁচটি কমিশন তাদের সুপারিশ জমা দেয়।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য এসব কমিশনের প্রস্তাবকে কেন্দ্র করেই গঠন করা হয় ‘জাতীয় ঐকমত্য কমিশন’। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজচিন্তক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ কমিশন গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।

ড. ইউনূসের নেতৃত্বে গঠিত এ কমিশন দেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে, যাতে করে একটি স্থায়ী রাজনৈতিক সমঝোতা এবং রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলা সম্ভব হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়নযোগ্যতা, সময়সীমা ও প্রয়োজনীয় আইনি কাঠামো নিয়ে বিশদ আলোচনা হবে। পাশাপাশি বিএনপি তাদের পূর্ণাঙ্গ মতামত তুলে ধরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশনের এমন উদ্যোগে রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে বিশ্লেষকদের অভিমত। রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ এই সংস্কার প্রক্রিয়াকে সফলতার দিকে এগিয়ে নেবে বলেও তারা আশাবাদী।