১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর

দিল্লিতে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা অন্তত ১২ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 91

ছবি সংগৃহীত

 

 

উত্তর-পূর্ব দিল্লির মোস্তফাবাদ এলাকায় শনিবার ভোররাতে একটি চারতলা ভবন হঠাৎ ধসে পড়লে চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৪ জনকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দিল্লি পুলিশ জানিয়েছে, ভবন ধসের সময় সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টা ২ মিনিটে হঠাৎ করেই ভবনটি বিকট শব্দে ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর সদস্যরা।

এনডিআরএফ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখনও অন্তত ১২ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে ধ্বংসাবশেষ পরিষ্কারে জটিলতা তৈরি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ভবন ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্মাণ মানের ত্রুটি কিংবা অতিরিক্ত লোড ভবনের ভারসাম্য নষ্ট করেছে।

স্থানীয় এক বাসিন্দার সিসিটিভি ফুটেজে ধসের সেই ভয়াবহ মুহূর্তটি স্পষ্ট ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, হঠাৎ এক বিকট শব্দে পুরো ভবনটি মাটিতে গুঁড়িয়ে পড়ে এবং গোটা এলাকা ধুলোর মেঘে ঢেকে যায়।

গত এক সপ্তাহে দিল্লি-এনসিআর অঞ্চলে এটি তৃতীয় ভবন ধসের ঘটনা। গত সপ্তাহে মধু বিহার এলাকায় একটি নির্মাণাধীন প্রাচীর ধসে একজন ৬৭ বছর বয়সী ব্যক্তি নিহত হন এবং অন্য একটি ঘটনায় দুজন প্রাণ হারান।
স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গুরুতর আহতদের জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ধরনের একের পর এক ভবন ধসের ঘটনায় রাজধানীর পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা পরিদর্শনের দাবি জানিয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা অন্তত ১২ জন

আপডেট সময় ০২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

 

উত্তর-পূর্ব দিল্লির মোস্তফাবাদ এলাকায় শনিবার ভোররাতে একটি চারতলা ভবন হঠাৎ ধসে পড়লে চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৪ জনকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দিল্লি পুলিশ জানিয়েছে, ভবন ধসের সময় সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টা ২ মিনিটে হঠাৎ করেই ভবনটি বিকট শব্দে ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর সদস্যরা।

এনডিআরএফ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখনও অন্তত ১২ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে ধ্বংসাবশেষ পরিষ্কারে জটিলতা তৈরি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ভবন ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্মাণ মানের ত্রুটি কিংবা অতিরিক্ত লোড ভবনের ভারসাম্য নষ্ট করেছে।

স্থানীয় এক বাসিন্দার সিসিটিভি ফুটেজে ধসের সেই ভয়াবহ মুহূর্তটি স্পষ্ট ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, হঠাৎ এক বিকট শব্দে পুরো ভবনটি মাটিতে গুঁড়িয়ে পড়ে এবং গোটা এলাকা ধুলোর মেঘে ঢেকে যায়।

গত এক সপ্তাহে দিল্লি-এনসিআর অঞ্চলে এটি তৃতীয় ভবন ধসের ঘটনা। গত সপ্তাহে মধু বিহার এলাকায় একটি নির্মাণাধীন প্রাচীর ধসে একজন ৬৭ বছর বয়সী ব্যক্তি নিহত হন এবং অন্য একটি ঘটনায় দুজন প্রাণ হারান।
স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গুরুতর আহতদের জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ধরনের একের পর এক ভবন ধসের ঘটনায় রাজধানীর পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা পরিদর্শনের দাবি জানিয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে