ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগস্টে শুল্ক কার্যকর, চুক্তি হয়নি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের নৈরাজ্যের আশঙ্কা স্পেশাল ব্রাঞ্চের,‘বিশেষ সতর্কতা’ জারি পাকিস্তান জড়িত না পেহেলগাম হামলায় : পি চিদাম্বরম কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রচারণার অপব্যবহার রোধে ইসিতে প্রস্তাব মেঘনার বাঁধে ধস: আশঙ্কাজনক পরিস্থিতি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ, ৩৬ ঘন্টা পর নারীর মরদেহ উদ্ধার “চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না এনসিপি”— ময়মনসিংহে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর ইয়ামালের প্রশংসায় গার্দিওলা, মেসির সঙ্গে তুলনায় দিলেন সময়ের পরামর্শ ফরিদপুরে র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৫ জন গ্রেফতার “ঢাকায় ১৫০ কোটি ডলারের আমদানি: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন”

নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র হামলায় ১৭ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 65

ছবি সংগৃহীত

 

 

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে সশস্ত্র মিলিশিয়াদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি এই অঞ্চলে বারবার সংঘটিত হওয়া সহিংসতার কড়া উদাহরণ এটি।

পুলিশের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বেনু রাজ্যের একটি গ্রামে আচমকা হামলা চালায় সন্দেহভাজন মিলিশিয়া সদস্যরা। তিনি বলেন, “ভোররাতে সশস্ত্র হামলাকারীরা গ্রামে ঢুকে কৃষকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এতে পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারান।”

তিনি আরও জানান, “মিলিশিয়ারা একাধিক স্থানে একযোগে হামলা চালায়। পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরও ১২ জনকে হত্যা করা হয়।” পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়।

বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি বেনু ও আশেপাশের অঞ্চলে জমি ও চারণভূমি নিয়ে যাযাবর গবাদি পশুপালক ও কৃষকদের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরেই জমির মালিকানা ও ব্যবহারে দ্বন্দ্ব চলছে এ দুই পক্ষের মধ্যে, যা মাঝেমধ্যেই প্রাণঘাতী রূপ নিচ্ছে।

এই সহিংসতার পেছনে পুরোনো জাতিগত ও অর্থনৈতিক বিরোধ কাজ করছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। সরকারি হিসাব মতে, গত দুই সপ্তাহেই উত্তর-মধ্য নাইজেরিয়ার মালভূমি অঞ্চলে এমন দুটি সহিংস হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় শতাধিক মানুষ।

দেশটির নিরাপত্তা বাহিনীকে এসব সংঘাত ঠেকাতে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ টহল দিচ্ছে বলেও জানা গেছে।

স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো বলছে, জমি নিয়ে বিরোধের জেরে এমন সহিংসতা বন্ধে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাহলে সংঘাত ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ঘটনায় বিস্তারিত প্রতিক্রিয়া আসেনি। তবে দেশটির প্রেসিডেন্ট সহিংসতার পুনরাবৃত্তি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র হামলায় ১৭ জন নিহত

আপডেট সময় ১২:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

 

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে সশস্ত্র মিলিশিয়াদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি এই অঞ্চলে বারবার সংঘটিত হওয়া সহিংসতার কড়া উদাহরণ এটি।

পুলিশের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বেনু রাজ্যের একটি গ্রামে আচমকা হামলা চালায় সন্দেহভাজন মিলিশিয়া সদস্যরা। তিনি বলেন, “ভোররাতে সশস্ত্র হামলাকারীরা গ্রামে ঢুকে কৃষকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এতে পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারান।”

তিনি আরও জানান, “মিলিশিয়ারা একাধিক স্থানে একযোগে হামলা চালায়। পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরও ১২ জনকে হত্যা করা হয়।” পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়।

বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি বেনু ও আশেপাশের অঞ্চলে জমি ও চারণভূমি নিয়ে যাযাবর গবাদি পশুপালক ও কৃষকদের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরেই জমির মালিকানা ও ব্যবহারে দ্বন্দ্ব চলছে এ দুই পক্ষের মধ্যে, যা মাঝেমধ্যেই প্রাণঘাতী রূপ নিচ্ছে।

এই সহিংসতার পেছনে পুরোনো জাতিগত ও অর্থনৈতিক বিরোধ কাজ করছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। সরকারি হিসাব মতে, গত দুই সপ্তাহেই উত্তর-মধ্য নাইজেরিয়ার মালভূমি অঞ্চলে এমন দুটি সহিংস হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় শতাধিক মানুষ।

দেশটির নিরাপত্তা বাহিনীকে এসব সংঘাত ঠেকাতে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ টহল দিচ্ছে বলেও জানা গেছে।

স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো বলছে, জমি নিয়ে বিরোধের জেরে এমন সহিংসতা বন্ধে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাহলে সংঘাত ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ঘটনায় বিস্তারিত প্রতিক্রিয়া আসেনি। তবে দেশটির প্রেসিডেন্ট সহিংসতার পুনরাবৃত্তি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।