০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরাইলের বর্বর হামলায় নিহত সাংবাদিক, হামাসের পাল্টা রকেট হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 94

ছবি সংগৃহীত

 

গাজা উপত্যকায় ইসরাইলের নিষ্ঠুরতা থামছে না। সর্বশেষ রোববার ভোরে মধ্য গাজায় চালানো এক বোমা হামলায় নিহত হয়েছেন একজন সাংবাদিকসহ কয়েকজন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেকে।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, খান ইউনিসের নাসের হাসপাতালের নিকটস্থ সাংবাদিকদের আবাসস্থলে ইসরাইলি বাহিনী আচমকা বিমান হামলা চালায়। এতে প্রাণ হারান ফিলিস্তিনি সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাংবাদিক আহমেদ মনসুরকে। এ ছাড়াও আল জাজিরার ফটোগ্রাফার মাহমুদ আওয়াদ আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি বার্তা সংস্থা কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, দেইর আল-বালাহ এলাকা খালি করার নির্দেশ দেয়ার কিছুক্ষণের মধ্যেই এই হামলা চালানো হয়। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে গাজার আল-আকসা হাসপাতালের কাছেও ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়। ওই এলাকায় যুদ্ধবিধ্বস্ত মানুষদের জন্য তৈরি অস্থায়ী তাঁবুতে হামলা চালানো হয়, যাতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবিকতার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

একই দিনে রাতে গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে অন্তত তিনজন ইসরাইলি আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় বেসামরিক মানুষের ওপর ইসরাইলি হামলার জবাবে এ রকেট হামলা চালানো হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে, যার বেশিরভাগই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

গাজার পরিস্থিতি দিনদিন আরও সংকটময় হয়ে উঠছে। সাংবাদিক থেকে সাধারণ মানুষ, কেউই নিরাপদ নন। বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরাইলের বর্বর হামলায় নিহত সাংবাদিক, হামাসের পাল্টা রকেট হামলা

আপডেট সময় ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

গাজা উপত্যকায় ইসরাইলের নিষ্ঠুরতা থামছে না। সর্বশেষ রোববার ভোরে মধ্য গাজায় চালানো এক বোমা হামলায় নিহত হয়েছেন একজন সাংবাদিকসহ কয়েকজন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেকে।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, খান ইউনিসের নাসের হাসপাতালের নিকটস্থ সাংবাদিকদের আবাসস্থলে ইসরাইলি বাহিনী আচমকা বিমান হামলা চালায়। এতে প্রাণ হারান ফিলিস্তিনি সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাংবাদিক আহমেদ মনসুরকে। এ ছাড়াও আল জাজিরার ফটোগ্রাফার মাহমুদ আওয়াদ আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি বার্তা সংস্থা কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, দেইর আল-বালাহ এলাকা খালি করার নির্দেশ দেয়ার কিছুক্ষণের মধ্যেই এই হামলা চালানো হয়। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে গাজার আল-আকসা হাসপাতালের কাছেও ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়। ওই এলাকায় যুদ্ধবিধ্বস্ত মানুষদের জন্য তৈরি অস্থায়ী তাঁবুতে হামলা চালানো হয়, যাতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবিকতার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

একই দিনে রাতে গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে অন্তত তিনজন ইসরাইলি আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় বেসামরিক মানুষের ওপর ইসরাইলি হামলার জবাবে এ রকেট হামলা চালানো হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে, যার বেশিরভাগই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

গাজার পরিস্থিতি দিনদিন আরও সংকটময় হয়ে উঠছে। সাংবাদিক থেকে সাধারণ মানুষ, কেউই নিরাপদ নন। বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।