বাংলাদেশে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তিভিত্তিক পুনর্বাসন সেবা চালু

- আপডেট সময় ০৩:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 3
বাংলাদেশে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তির মাধ্যমে পুনর্বাসন সেবা চালু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপার স্পেশালাইজড হাসপাতালে এই সেবার পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একটি নতুন মাইলফলক। রোবটিক প্রযুক্তি ব্যবহার করে পুনর্বাসন সেবা দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।”
তিনি এক ফেসবুক পোস্টে জানান, বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালে চালু হওয়া এ কেন্দ্রটি চীনের কারিগরি সহায়তায় গড়ে তোলা হয়েছে। এ সেন্টারে মোট ৬২টি অত্যাধুনিক রোবট রয়েছে, যার মধ্যে ২২টি রোবট কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI-based)। এই রোবটগুলোর মাধ্যমে পক্ষাঘাত, স্নায়ুরোগ, দুর্ঘটনার পরবর্তী চিকিৎসা ও ফিজিওথেরাপিসহ বিভিন্ন ধরনের পুনর্বাসন সেবা প্রদান করা হবে।
বিশেষভাবে, স্ট্রোক বা পক্ষাঘাতে আক্রান্ত রোগীরা এই রোবটিক সেন্টার থেকে উন্নত সেবা পাবেন। এছাড়াও, জুলাই আন্দোলনে আহতদের জন্য বিনামূল্যে সেবা প্রদানের ঘোষণাও দেওয়া হয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, রোবটগুলোর মাধ্যমে রোগীর শারীরিক অবস্থা বিশ্লেষণ করে অত্যন্ত নির্ভুলভাবে চিকিৎসা ও থেরাপি দেওয়া সম্ভব হবে। ফিজিওথেরাপি ও স্নায়ুবিক পুনর্বাসনে এসব রোবট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য খাতে প্রযুক্তিনির্ভর উন্নয়নের অংশ হিসেবে এই রোবটিক রিহ্যাব সেন্টার চিকিৎসকদের জন্য যেমন সহায়ক হবে, তেমনি রোগীদের পুনরুদ্ধারে নতুন আশার দ্বার উন্মোচন করবে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে এই প্রথমবারের মতো এমন উচ্চ প্রযুক্তিনির্ভর কেন্দ্র চালু হওয়ায় বাংলাদেশের চিকিৎসা সেবার মান এক নতুন উচ্চতায় পৌঁছাবে।