চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

- আপডেট সময় ০১:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 23
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার সকালে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ব্যবস্থাপনা বিভাগের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) স্নাতকোত্তর শিক্ষার্থী মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ প্রথম দিনেই একজন প্রার্থী ফরম নিয়েছেন। আমরা আশা করছি ধীরে ধীরে অন্যরাও আসবেন। পরিবেশ বর্তমানে শান্তিপূর্ণ এবং নিরাপত্তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রার্থীদের জন্য নির্দেশনা ও রশিদ দেওয়া হচ্ছে, যা ডোপ টেস্টের পর জমা দিতে হবে।”
তিনি জানান, চাকসু অফিসে তিনটি বুথ খোলা হয়েছে—কেন্দ্রীয় সংসদ, হল সংসদ এবং ছাত্রীদের জন্য আলাদা বুথ। সকালে চাকসু ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন, তবে প্রথম দিনে ভিড় তুলনামূলক কম ছিল।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তায়েফুল আলম ফরাজি বলেন, “আমি দীর্ঘদিন খেলোয়াড়দের জন্য কাজ করে আসছি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, তাই খেলোয়াড়দের স্বার্থে কিছু করার সুযোগ পেলাম মনে করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রথম মনোনয়ন ফরম নিতে পেরে ভালো লাগছে।” ফরাজি বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়কও।
নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন আরও জানান, মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। কেন্দ্রীয় সংসদের প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা।
চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল, শোভাযাত্রা বা পাঁচজনের বেশি সমর্থক নিয়ে উপস্থিত হওয়া যাবে না।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সরাসরি গণনা করা হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এই নির্বাচন হতে যাচ্ছে।