ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজায় মানবিক বিপর্যয়: হামলায় ৮৩ নিহত, দুর্ভিক্ষে মৃত্যু বাড়ছে বাড়ি ফেরা হলো না, প্রবাসীকে আনতে গিয়ে সড়কে ঝরলো ৭ প্রাণ জাতীয় নির্বাচন ফ্রেব্রুয়ারি মাসে ব্রিটেন পরিকল্পিতভাবে সামুদ্রিক দুর্ঘটনা ঘটাতে চায়: দাবি রুশ গোয়েন্দা সংস্থার জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ ৫ আগস্ট ইতিহাস কথা বলে জুলাই শহীদদের আত্মত্যাগই হবে আগামীর বাংলাদেশ রুপরেখা : ড. ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ

নির্বাচন ঘিরে প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনী, ছোটখাটো ঘটনা স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 49

ছবি সংগৃহীত

 

 

নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচন ঘিরে ছোটখাটো ঘটনা ঘটবেই, তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রস্তুত।”

শনিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি রয়েছে। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাও এর অংশ। তবে এসব ছোটখাটো ঘটনা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে না।”

দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের সহায়তা কামনা করে জাহাঙ্গীর আলম বলেন, “দুর্নীতি দমনে সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। আমরা চাচ্ছি মিডিয়া আরও সক্রিয় ভূমিকা নিক।” তিনি আরও জানান, ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

এর আগে সকালেই স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দফতর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, “এপিবিএনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানবাহন। এ সমস্যা সমাধানে তাদের জন্য ২০০ গাড়ি আনা হচ্ছে। তবে আবাসনের দিক থেকে এপিবিএনের অবস্থা তুলনামূলক ভালো। থানা পুলিশের আবাসন এখনো খুবই দুর্বল, তা উন্নয়নে কাজ চলছে।”

অস্ত্র ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, “এপিবিএন-এর রুল ও অস্ত্র ব্যবস্থাপনা অন্যান্য পুলিশ বাহিনীর থেকে ভিন্ন। সবার কাছে অস্ত্র থাকবে, তবে থানা পুলিশের হাতে বড় হাতিয়ার থাকবে না। বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় এপিবিএনের আলাদা মারণাস্ত্র থাকবে।”

যানজট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের দেশের রাস্তাঘাটের পরিমাণ মাত্র ৭ শতাংশ, যেখানে আদর্শ অনুপাতে তা হওয়া উচিত ২০ শতাংশ। এ অবস্থায় যানজট স্বাভাবিক, তবে সরকার তা নিরসনে কাজ করছে।”

ঈদের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল জানিয়ে তিনি বলেন, “দু-একটি বিচ্ছিন্ন চুরি ও ছিনতাইয়ের ঘটনা ছাড়া বড় কোনো অপরাধ ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করেছে।”

নিউজটি শেয়ার করুন

নির্বাচন ঘিরে প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনী, ছোটখাটো ঘটনা স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

 

নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচন ঘিরে ছোটখাটো ঘটনা ঘটবেই, তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রস্তুত।”

শনিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি রয়েছে। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাও এর অংশ। তবে এসব ছোটখাটো ঘটনা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে না।”

দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের সহায়তা কামনা করে জাহাঙ্গীর আলম বলেন, “দুর্নীতি দমনে সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। আমরা চাচ্ছি মিডিয়া আরও সক্রিয় ভূমিকা নিক।” তিনি আরও জানান, ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

এর আগে সকালেই স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দফতর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, “এপিবিএনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানবাহন। এ সমস্যা সমাধানে তাদের জন্য ২০০ গাড়ি আনা হচ্ছে। তবে আবাসনের দিক থেকে এপিবিএনের অবস্থা তুলনামূলক ভালো। থানা পুলিশের আবাসন এখনো খুবই দুর্বল, তা উন্নয়নে কাজ চলছে।”

অস্ত্র ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, “এপিবিএন-এর রুল ও অস্ত্র ব্যবস্থাপনা অন্যান্য পুলিশ বাহিনীর থেকে ভিন্ন। সবার কাছে অস্ত্র থাকবে, তবে থানা পুলিশের হাতে বড় হাতিয়ার থাকবে না। বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় এপিবিএনের আলাদা মারণাস্ত্র থাকবে।”

যানজট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের দেশের রাস্তাঘাটের পরিমাণ মাত্র ৭ শতাংশ, যেখানে আদর্শ অনুপাতে তা হওয়া উচিত ২০ শতাংশ। এ অবস্থায় যানজট স্বাভাবিক, তবে সরকার তা নিরসনে কাজ করছে।”

ঈদের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল জানিয়ে তিনি বলেন, “দু-একটি বিচ্ছিন্ন চুরি ও ছিনতাইয়ের ঘটনা ছাড়া বড় কোনো অপরাধ ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করেছে।”