পাহাড় ধ্বসে আশঙ্কায় বান্দরবানের ৯০টি রিসোর্ট বন্ধ

- আপডেট সময় ০৪:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 5
পাহাড় ধসের ঝুঁকি থাকায় বান্দরবানের লামায় সকল রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। বৈরী আবহাওয়ায় প্রাণহানির ঝুঁকি এড়াতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
আজ সকালে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন।
জেলায় কয়েকদিন ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাহাড়ের পাদদেশ। পাহাড় ধ্বসের আশঙ্কা দেখা দিয়েছে বান্দরবান জেলা জুড়ে। পাহাড়ি ঢালুতে অবস্থিত মিরিঞ্জা পাহাড়ের গাঁ ঘেষে ৯০টি রিসোর্ট রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় প্রাণহানির দুর্ঘটনা এড়াতে সেসব ঝুকিপূর্ণ রিসোর্ট বন্ধেরএ সিন্ধান্ত নিয়েছে প্রশাসন।
মিরিঞ্জা ভ্যালী মালিক জিয়াউল হক বলেন, লামায় নিবন্ধন ও অনিবন্ধিতসহ ৯০টি রিসোর্ট রয়েছে। টানা ভারী বর্ষণের কারণে দুর্ঘটনা এড়াতে সব রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন। তবে কবে নাগাদ খুলবে সে ব্যপারে জানা যায়নি।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ৭ জুলাই থেকে ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আগামী শুক্র-শনিবার দুদিন বৃষ্টির সম্ভাবনা কম হলেও ১৩ জুলাই থেকে পুনরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সম্ভাবনা রোধে মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটনকেন্দ্রের সকল রিসোর্ট বন্ধ ঘোষণা দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় খুলে দেওয়া হবে রিসোর্ট।