১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

শেরপুরে গারো পাহাড়ে আবারও হাতির আক্রমণ, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 202

ছবি: সংগৃহীত

 

শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার (২০ মে) রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও গজনী এলাকায় পৃথক ঘটনায় এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিহতরা হলেন গান্ধিগাঁও এলাকার আব্দুল হাকিমের ছেলে আজিজুর রহমান আকাশ (৩৮) এবং গজনী এলাকার সহেন সিমসাংয়ের ছেলে এফিলিস হাগিদক (৫২)। তারা যথাক্রমে অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সীমান্তঘেঁষা দরবেশতলা এলাকায় ২০-৩০টি হাতির একটি দল ধানক্ষেতে নেমে পড়ে। ফসল রক্ষায় স্থানীয়রা লাঠি হাতে হাতি তাড়াতে গেলে আজিজুর রহমান আকাশ একটি হাতির খুব কাছে চলে যান। একপর্যায়ে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিও জ্যোতি সাইফুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়। হাতির পায়ের আঘাতে তার মুখমণ্ডল ও পেট থেঁতলে যায়।

অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে গজনী এলাকায় বাড়ি ফেরার পথে এফিলিস হাগিদক আরও তিনজনের সঙ্গে একটি সড়কে দাঁড়িয়ে থাকা হাতির মুখোমুখি হন। বাকিরা দৌড়ে পালালেও তিনি পালাতে না পারায় একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে ফেলে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জার আব্দুল করিম জানান, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে গারো পাহাড়ে মানুষের সঙ্গে হাতির সংঘাত দিন দিন তীব্র আকার ধারণ করছে। পরিবেশবিদদের মতে, বনাঞ্চল দখল ও খাদ্যাভাবের কারণে হাতির দল প্রতিনিয়ত লোকালয়ে নেমে আসছে। ধানক্ষেত ও বাড়িঘরে হামলা চালাচ্ছে। কৃষকেরা ফসল রক্ষায় বিদ্যুতের তার ব্যবহার করছেন, তাতে মারা যাচ্ছে বন্য হাতিও।

দুইপক্ষের এ সংঘাতে প্রাণ যাচ্ছে মানুষ ও বন্যপ্রাণীর। দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে গারো পাহাড়ে আবারও হাতির আক্রমণ, নিহত ২

আপডেট সময় ১২:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার (২০ মে) রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও গজনী এলাকায় পৃথক ঘটনায় এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিহতরা হলেন গান্ধিগাঁও এলাকার আব্দুল হাকিমের ছেলে আজিজুর রহমান আকাশ (৩৮) এবং গজনী এলাকার সহেন সিমসাংয়ের ছেলে এফিলিস হাগিদক (৫২)। তারা যথাক্রমে অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সীমান্তঘেঁষা দরবেশতলা এলাকায় ২০-৩০টি হাতির একটি দল ধানক্ষেতে নেমে পড়ে। ফসল রক্ষায় স্থানীয়রা লাঠি হাতে হাতি তাড়াতে গেলে আজিজুর রহমান আকাশ একটি হাতির খুব কাছে চলে যান। একপর্যায়ে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিও জ্যোতি সাইফুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়। হাতির পায়ের আঘাতে তার মুখমণ্ডল ও পেট থেঁতলে যায়।

অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে গজনী এলাকায় বাড়ি ফেরার পথে এফিলিস হাগিদক আরও তিনজনের সঙ্গে একটি সড়কে দাঁড়িয়ে থাকা হাতির মুখোমুখি হন। বাকিরা দৌড়ে পালালেও তিনি পালাতে না পারায় একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে ফেলে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জার আব্দুল করিম জানান, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে গারো পাহাড়ে মানুষের সঙ্গে হাতির সংঘাত দিন দিন তীব্র আকার ধারণ করছে। পরিবেশবিদদের মতে, বনাঞ্চল দখল ও খাদ্যাভাবের কারণে হাতির দল প্রতিনিয়ত লোকালয়ে নেমে আসছে। ধানক্ষেত ও বাড়িঘরে হামলা চালাচ্ছে। কৃষকেরা ফসল রক্ষায় বিদ্যুতের তার ব্যবহার করছেন, তাতে মারা যাচ্ছে বন্য হাতিও।

দুইপক্ষের এ সংঘাতে প্রাণ যাচ্ছে মানুষ ও বন্যপ্রাণীর। দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।