রাজবাড়ীতে হাসপাতালে স্বামীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

- আপডেট সময় ১১:০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 9
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীকে প্রকাশ্যে মারধর করেছেন স্ত্রী। ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে, যা উপস্থিত লোকজন ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক তরুণী সাদা শার্ট পরা এক যুবকের কাছ থেকে ফোন কেড়ে নেন। এরপর উত্তেজিত হয়ে গালাগাল করেন এবং পিঠে কিল-ঘুষি মারেন। একপর্যায়ে চুল টেনে ধরে লাথিও মারেন। এ সময় তাঁকে বারবার বলতে শোনা যায়—“এক তালাক, দুই তালাক, তিন তালাক।”
মারধরের শিকার যুবকের নাম ফারুক হোসেন, তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী। আর ওই তরুণী বিথি আক্তার ওরফে মিষ্টি, কালুখালী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের চাকরিতে আছেন।
হাসপাতালের চিকিৎসক এনামুল হক জানান, বেলা সোয়া একটা নাগাদ বাইরে চেঁচামেচি শুনে তিনি বের হয়ে দেখেন, ফারুককে এক তরুণী গালাগাল ও মারধর করছেন। পরে জানা যায়, তাঁরা স্বামী-স্ত্রী এবং সম্পর্কে টানাপোড়েন চলছে। তিনি তাঁদের বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসা করতে পরামর্শ দেন।
ফারুক দাবি করেন, চাকরির সুবাদে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতির শর্তে করা মামলাগুলো না তুলে বরং উল্টো নানাভাবে হয়রানি করা শুরু করেন বিথি।
অন্যদিকে, বিথি আক্তারের অভিযোগ—স্বামী ফারুক দীর্ঘদিন তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন না এবং ব্যক্তিগত ছবি দিয়ে ব্ল্যাকমেল করছেন।
ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাইরে প্রশিক্ষণে থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি ফিরে আসার পর করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।