ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে দাফন করা হলো ছোট্ট রাইসাকে স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্নে পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রাগার নির্বাচন নিয়ে শঙ্কা পিআর, ১৮টি পক্ষে, বিপক্ষে ২৮টি রাজনৈতিক দল চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর ঘুরে দাড়িয়েছে দেশের পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২১ ও ইউরোপে ১৭ শতাংশ মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব কম্বোডিয়ার কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

পিএসএলে দুর্দান্ত সূচনা বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদের, অভিষেকেই বাজিমাত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 52

ছবি সংগৃহীত

 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচেই নজর কাড়লেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করলেন লাহোর কালান্দার্সের এই স্পিনার। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এটি ছিল তার প্রথম উপস্থিতি, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রমাণ করলেন নিজের সামর্থ্য।

নামিবিয়ার অলরাউন্ডার ভেডিড ভিসার জায়গায় একাদশে জায়গা পাওয়া রিশাদ ব্যাট হাতে ১ বলে অপরাজিত ১ রান করলেও আলো ছড়ান মূলত বোলিংয়েই। নির্ধারিত চার ওভারের স্পেলে মাত্র ৩১ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট।

সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার দ্বিতীয় ওভারের আর্ম ডেলিভারিতে ক্লিন বোল্ড হওয়া রাইলি রুশোর উইকেট। মাত্র ১৯ বলে ৪৪ রান করা এই বিধ্বংসী ব্যাটারকে থামিয়ে দেন রিশাদ। এরপর ইনিংসের ১৩তম ও নিজের শেষ ওভারে ফেরান অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ও স্পিনার আবরার আহমেদকে।

রিশাদের স্পিন ম্যাজিকেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। আগে ব্যাট করতে নেমে ফখর জামানের ৬৭ ও স্যাম বিলিংসের ৫০ রানে ভর করে লাহোর কালান্দার্স সংগ্রহ করে ২১৯ রান। জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স অলআউট হয়ে যায় মাত্র ১৪০ রানে, ৭৯ রানের বড় জয়ে মাঠ ছাড়ে লাহোর।

এই ম্যাচ দিয়েই যেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের নাম জানান দিলেন রিশাদ। যদিও আরও আগেই বিদেশি লিগে খেলার সুযোগ এসেছিল তার সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছিলেন। তবে নানা প্রশাসনিক জটিলতায় সেসব সুযোগ কাজে লাগানো হয়নি।

মাত্র ২২ বছর বয়সী এই তরুণ অলরাউন্ডার এবার পিএসএলে পেয়েছেন তার কাঙ্ক্ষিত মঞ্চ। আর প্রথম ম্যাচেই বাজিমাত করে জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পথচলা হতে চলেছে দীর্ঘ এবং সম্ভাবনাময়।

নিউজটি শেয়ার করুন

পিএসএলে দুর্দান্ত সূচনা বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদের, অভিষেকেই বাজিমাত

আপডেট সময় ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচেই নজর কাড়লেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করলেন লাহোর কালান্দার্সের এই স্পিনার। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এটি ছিল তার প্রথম উপস্থিতি, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রমাণ করলেন নিজের সামর্থ্য।

নামিবিয়ার অলরাউন্ডার ভেডিড ভিসার জায়গায় একাদশে জায়গা পাওয়া রিশাদ ব্যাট হাতে ১ বলে অপরাজিত ১ রান করলেও আলো ছড়ান মূলত বোলিংয়েই। নির্ধারিত চার ওভারের স্পেলে মাত্র ৩১ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট।

সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার দ্বিতীয় ওভারের আর্ম ডেলিভারিতে ক্লিন বোল্ড হওয়া রাইলি রুশোর উইকেট। মাত্র ১৯ বলে ৪৪ রান করা এই বিধ্বংসী ব্যাটারকে থামিয়ে দেন রিশাদ। এরপর ইনিংসের ১৩তম ও নিজের শেষ ওভারে ফেরান অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ও স্পিনার আবরার আহমেদকে।

রিশাদের স্পিন ম্যাজিকেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। আগে ব্যাট করতে নেমে ফখর জামানের ৬৭ ও স্যাম বিলিংসের ৫০ রানে ভর করে লাহোর কালান্দার্স সংগ্রহ করে ২১৯ রান। জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স অলআউট হয়ে যায় মাত্র ১৪০ রানে, ৭৯ রানের বড় জয়ে মাঠ ছাড়ে লাহোর।

এই ম্যাচ দিয়েই যেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের নাম জানান দিলেন রিশাদ। যদিও আরও আগেই বিদেশি লিগে খেলার সুযোগ এসেছিল তার সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছিলেন। তবে নানা প্রশাসনিক জটিলতায় সেসব সুযোগ কাজে লাগানো হয়নি।

মাত্র ২২ বছর বয়সী এই তরুণ অলরাউন্ডার এবার পিএসএলে পেয়েছেন তার কাঙ্ক্ষিত মঞ্চ। আর প্রথম ম্যাচেই বাজিমাত করে জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পথচলা হতে চলেছে দীর্ঘ এবং সম্ভাবনাময়।