ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গা/জা/য় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ই*স*রা*য়ে*লের মানুষের ঢলে মুখরিত ৪০০ বছরের প্রাচীন কুলিকুন্ডার শুঁটকি মেলা দাবি আদায়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার ই*স*রা*য়ে*লের ভয়াবহ হামলা গা/জা/য় আরো ২৫ ফিলিস্তিনি নিহত দেশীয় মাছের সুরক্ষা ও উৎপাদন বাড়াতে জোর দিলেন মৎস্য উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা শেষ পর্যায়ে পৌঁছেছে: প্রসিকিউটর আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তহবিল বন্ধের প্রস্তাব দিল ট্রাম্প প্রশাসন 

পিএসএলে দুর্দান্ত সূচনা বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদের, অভিষেকেই বাজিমাত

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচেই নজর কাড়লেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করলেন লাহোর কালান্দার্সের এই স্পিনার। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এটি ছিল তার প্রথম উপস্থিতি, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রমাণ করলেন নিজের সামর্থ্য।

নামিবিয়ার অলরাউন্ডার ভেডিড ভিসার জায়গায় একাদশে জায়গা পাওয়া রিশাদ ব্যাট হাতে ১ বলে অপরাজিত ১ রান করলেও আলো ছড়ান মূলত বোলিংয়েই। নির্ধারিত চার ওভারের স্পেলে মাত্র ৩১ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট।

সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার দ্বিতীয় ওভারের আর্ম ডেলিভারিতে ক্লিন বোল্ড হওয়া রাইলি রুশোর উইকেট। মাত্র ১৯ বলে ৪৪ রান করা এই বিধ্বংসী ব্যাটারকে থামিয়ে দেন রিশাদ। এরপর ইনিংসের ১৩তম ও নিজের শেষ ওভারে ফেরান অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ও স্পিনার আবরার আহমেদকে।

রিশাদের স্পিন ম্যাজিকেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। আগে ব্যাট করতে নেমে ফখর জামানের ৬৭ ও স্যাম বিলিংসের ৫০ রানে ভর করে লাহোর কালান্দার্স সংগ্রহ করে ২১৯ রান। জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স অলআউট হয়ে যায় মাত্র ১৪০ রানে, ৭৯ রানের বড় জয়ে মাঠ ছাড়ে লাহোর।

এই ম্যাচ দিয়েই যেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের নাম জানান দিলেন রিশাদ। যদিও আরও আগেই বিদেশি লিগে খেলার সুযোগ এসেছিল তার সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছিলেন। তবে নানা প্রশাসনিক জটিলতায় সেসব সুযোগ কাজে লাগানো হয়নি।

মাত্র ২২ বছর বয়সী এই তরুণ অলরাউন্ডার এবার পিএসএলে পেয়েছেন তার কাঙ্ক্ষিত মঞ্চ। আর প্রথম ম্যাচেই বাজিমাত করে জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পথচলা হতে চলেছে দীর্ঘ এবং সম্ভাবনাময়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

পিএসএলে দুর্দান্ত সূচনা বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদের, অভিষেকেই বাজিমাত

আপডেট সময় ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচেই নজর কাড়লেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করলেন লাহোর কালান্দার্সের এই স্পিনার। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এটি ছিল তার প্রথম উপস্থিতি, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রমাণ করলেন নিজের সামর্থ্য।

নামিবিয়ার অলরাউন্ডার ভেডিড ভিসার জায়গায় একাদশে জায়গা পাওয়া রিশাদ ব্যাট হাতে ১ বলে অপরাজিত ১ রান করলেও আলো ছড়ান মূলত বোলিংয়েই। নির্ধারিত চার ওভারের স্পেলে মাত্র ৩১ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট।

সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার দ্বিতীয় ওভারের আর্ম ডেলিভারিতে ক্লিন বোল্ড হওয়া রাইলি রুশোর উইকেট। মাত্র ১৯ বলে ৪৪ রান করা এই বিধ্বংসী ব্যাটারকে থামিয়ে দেন রিশাদ। এরপর ইনিংসের ১৩তম ও নিজের শেষ ওভারে ফেরান অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ও স্পিনার আবরার আহমেদকে।

রিশাদের স্পিন ম্যাজিকেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। আগে ব্যাট করতে নেমে ফখর জামানের ৬৭ ও স্যাম বিলিংসের ৫০ রানে ভর করে লাহোর কালান্দার্স সংগ্রহ করে ২১৯ রান। জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স অলআউট হয়ে যায় মাত্র ১৪০ রানে, ৭৯ রানের বড় জয়ে মাঠ ছাড়ে লাহোর।

এই ম্যাচ দিয়েই যেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের নাম জানান দিলেন রিশাদ। যদিও আরও আগেই বিদেশি লিগে খেলার সুযোগ এসেছিল তার সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছিলেন। তবে নানা প্রশাসনিক জটিলতায় সেসব সুযোগ কাজে লাগানো হয়নি।

মাত্র ২২ বছর বয়সী এই তরুণ অলরাউন্ডার এবার পিএসএলে পেয়েছেন তার কাঙ্ক্ষিত মঞ্চ। আর প্রথম ম্যাচেই বাজিমাত করে জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পথচলা হতে চলেছে দীর্ঘ এবং সম্ভাবনাময়।