০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০ ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ ঢাকায় সকাল কুয়াশা, দিনের বেলা শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

চট্টগ্রামে হত্যাকাণ্ড: তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 149

ছবি: সংগৃহীত

 

চট্টগ্রামের আনোয়ারায় একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় তিন ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), রফিক (৪৬) এবং মো. সোলায়মান।
অন্যদিকে, অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।

বিজ্ঞাপন

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানান, রায়ের সময় পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদু শুক্কুরকে রাতের বেলায় ফোন করে ডেকে নেয় আসামিরা। পরদিন ২০ আগস্ট চাতরি এলাকার একটি খালে তার মরদেহ পাওয়া যায়। নিহতের ছেলে মো. মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।

তদন্তে উঠে আসে, পার্শ্ববর্তী খালে মাছ ধরার জাল ফেলা নিয়ে পুরনো শত্রুতার জেরে আবদু শুক্কুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তদন্তে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষ মামলায় ১০ জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করে। সব সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত দোষীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ সাজা দেন।

এই রায়কে ঘিরে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে হত্যাকাণ্ড: তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

 

চট্টগ্রামের আনোয়ারায় একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় তিন ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), রফিক (৪৬) এবং মো. সোলায়মান।
অন্যদিকে, অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।

বিজ্ঞাপন

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানান, রায়ের সময় পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদু শুক্কুরকে রাতের বেলায় ফোন করে ডেকে নেয় আসামিরা। পরদিন ২০ আগস্ট চাতরি এলাকার একটি খালে তার মরদেহ পাওয়া যায়। নিহতের ছেলে মো. মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।

তদন্তে উঠে আসে, পার্শ্ববর্তী খালে মাছ ধরার জাল ফেলা নিয়ে পুরনো শত্রুতার জেরে আবদু শুক্কুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তদন্তে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষ মামলায় ১০ জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করে। সব সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত দোষীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ সাজা দেন।

এই রায়কে ঘিরে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।