ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

তিন বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, দেশের আকাশ মেঘে ঢাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 27

ছবি সংগৃহীত

 

আজ শনিবার দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ

নিজের ফেসবুক পোস্টে দেওয়া পূর্বাভাসে তিনি জানান, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

তিনি জানান, ঝড়টি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর সেটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা পার হয়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও শনিবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সারা দিন দেশের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বিশেষ করে মধ্যাঞ্চলের জেলা শহরগুলোয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা বেশি।

বছরের এই সময়টায় এমন ঝড়বৃষ্টি স্বাভাবিক হলেও দ্রুতগতির কালবৈশাখী ঝড় ও বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করা, বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা থেকে দূরে থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়ার এমন আচরণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে দিনের শুরু থেকেই থাকতে হতে পারে সাবধান। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াই হতে পারে বুদ্ধিমানের কাজ।

নিউজটি শেয়ার করুন

তিন বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, দেশের আকাশ মেঘে ঢাকা

আপডেট সময় ০৪:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

আজ শনিবার দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ

নিজের ফেসবুক পোস্টে দেওয়া পূর্বাভাসে তিনি জানান, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

তিনি জানান, ঝড়টি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর সেটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা পার হয়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও শনিবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সারা দিন দেশের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বিশেষ করে মধ্যাঞ্চলের জেলা শহরগুলোয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা বেশি।

বছরের এই সময়টায় এমন ঝড়বৃষ্টি স্বাভাবিক হলেও দ্রুতগতির কালবৈশাখী ঝড় ও বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করা, বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা থেকে দূরে থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়ার এমন আচরণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে দিনের শুরু থেকেই থাকতে হতে পারে সাবধান। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াই হতে পারে বুদ্ধিমানের কাজ।