ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাতিরঝিলে যুবদল কর্মী হত্যায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ড মঞ্জুর অডিট রিপোর্টে মানের ঘাটতি, বিনিয়োগে আস্থার বাধা: অর্থ উপদেষ্টা টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯, নিখোঁজ দেড় শতাধিক শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দলীয়ভাবে গণহত্যার বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্র ও কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার ইতিহাসের সবচেয়ে পরিবেশবিনাশী টুর্নামেন্ট হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ: গবেষণা চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমিরসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শেখ হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক যাচাই, মামলার স্বচ্ছতা বাড়াবে: প্রসিকিউটর

শিল্পে সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 10

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি–এসএসবি) প্রধান অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলও অংশ নেয়। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি) বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি আধুনিক প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গঠনে গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে কাজ করে আসছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে সমরাস্ত্র ক্রয়-বিক্রয় এবং প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ কার্যক্রমও পরিচালনা করে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত বাংলাদেশ সফরে আসেন। তখনও তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেই সময় ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ বাড়াতে তুরস্ককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উত্তরে ওমের বোলাত বলেন, “টেক্সটাইল খাত ছাড়াও প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ উৎপাদন এবং কৃষিযন্ত্র খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণ করা সম্ভব।” তিনি এই খাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্ভাবনার ওপর জোর দেন।

প্রতিরক্ষা প্রযুক্তির পাশাপাশি, নতুন শিল্প খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এসব বৈঠক ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্ব দৃঢ় করতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

শিল্পে সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ

আপডেট সময় ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি–এসএসবি) প্রধান অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলও অংশ নেয়। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি) বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি আধুনিক প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গঠনে গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে কাজ করে আসছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে সমরাস্ত্র ক্রয়-বিক্রয় এবং প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ কার্যক্রমও পরিচালনা করে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত বাংলাদেশ সফরে আসেন। তখনও তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেই সময় ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ বাড়াতে তুরস্ককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উত্তরে ওমের বোলাত বলেন, “টেক্সটাইল খাত ছাড়াও প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ উৎপাদন এবং কৃষিযন্ত্র খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণ করা সম্ভব।” তিনি এই খাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্ভাবনার ওপর জোর দেন।

প্রতিরক্ষা প্রযুক্তির পাশাপাশি, নতুন শিল্প খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এসব বৈঠক ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্ব দৃঢ় করতে সহায়ক হবে।