ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর জোড়া গোল, শিরোপার দৌড়ে টিকে রইল আল-নাসর

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

 

বয়স তার কেবলই এক সংখ্যা। ৪০ পেরিয়ে গিয়েও যেন তরুণদের টেক্কা দিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে ফের প্রমাণ করলেন, তিনি এখনো গোলমেশিন। চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের বিপক্ষে তার জোড়া গোলেই ৩-১ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে আল-নাসর।

শুক্রবার রাতে রিয়াদের কিংডম অ্যারেনায় শুরু থেকেই জমজমাট লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে টানটান উত্তেজনায় ভরা ছিল পুরো ম্যাচ। দ্বিতীয় মিনিটেই গোল হজম থেকে বাঁচে আল-নাসর। এরপর একাধিক সুযোগ হাতছাড়া হলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু পায় তারা। কর্নার থেকে পাওয়া বল দারুণভাবে নিয়ন্ত্রণে এনে গোল করেন আলি আলহাসান।

বিরতির ঠিক পরপরই নায়ক হয়ে ওঠেন রোনালদো। সাদিও মানের পাস থেকে ডি-বক্সের সামনে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে আল-হিলালের জালে বল জড়ান এই পর্তুগিজ মহাতারকা।

তবে ম্যাচ সহজ হতে দেয়নি আল-হিলাল। ৬২তম মিনিটে আলি আলবুলায়হির হেডে ব্যবধান কমায় তারা। সমতায় ফেরার জন্য প্রাণপণ চেষ্টা চালালেও আল-নাসরের রক্ষণভাগ ছিল অটল। বরং ম্যাচের ৮৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন রোনালদো।

এই জয়ে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিনে রয়েছে আল-নাসর। সমান ম্যাচে তিন পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রয়েছে আল-হিলাল। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সংগ্রহ ৬১ পয়েন্ট, তবে তারা এক ম্যাচ কম খেলেছে।
এদিকে, চলতি মৌসুমে এখন পর্যন্ত রোনালদোর গোলসংখ্যা ৩০, অ্যাসিস্ট ৪। আর তার মোট ক্যারিয়ার গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৩১-তে। হাজার গোলের মাইলফলকের দিকেই দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।

একদিকে তার বয়স, অন্যদিকে রেকর্ড। কিন্তু রোনালদো যেন দুইয়ের একটাকেও পাত্তা না দিয়ে গোল করেই চলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

রোনালদোর জোড়া গোল, শিরোপার দৌড়ে টিকে রইল আল-নাসর

আপডেট সময় ০২:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

 

 

বয়স তার কেবলই এক সংখ্যা। ৪০ পেরিয়ে গিয়েও যেন তরুণদের টেক্কা দিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে ফের প্রমাণ করলেন, তিনি এখনো গোলমেশিন। চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের বিপক্ষে তার জোড়া গোলেই ৩-১ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে আল-নাসর।

শুক্রবার রাতে রিয়াদের কিংডম অ্যারেনায় শুরু থেকেই জমজমাট লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে টানটান উত্তেজনায় ভরা ছিল পুরো ম্যাচ। দ্বিতীয় মিনিটেই গোল হজম থেকে বাঁচে আল-নাসর। এরপর একাধিক সুযোগ হাতছাড়া হলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু পায় তারা। কর্নার থেকে পাওয়া বল দারুণভাবে নিয়ন্ত্রণে এনে গোল করেন আলি আলহাসান।

বিরতির ঠিক পরপরই নায়ক হয়ে ওঠেন রোনালদো। সাদিও মানের পাস থেকে ডি-বক্সের সামনে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে আল-হিলালের জালে বল জড়ান এই পর্তুগিজ মহাতারকা।

তবে ম্যাচ সহজ হতে দেয়নি আল-হিলাল। ৬২তম মিনিটে আলি আলবুলায়হির হেডে ব্যবধান কমায় তারা। সমতায় ফেরার জন্য প্রাণপণ চেষ্টা চালালেও আল-নাসরের রক্ষণভাগ ছিল অটল। বরং ম্যাচের ৮৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন রোনালদো।

এই জয়ে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিনে রয়েছে আল-নাসর। সমান ম্যাচে তিন পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রয়েছে আল-হিলাল। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সংগ্রহ ৬১ পয়েন্ট, তবে তারা এক ম্যাচ কম খেলেছে।
এদিকে, চলতি মৌসুমে এখন পর্যন্ত রোনালদোর গোলসংখ্যা ৩০, অ্যাসিস্ট ৪। আর তার মোট ক্যারিয়ার গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৩১-তে। হাজার গোলের মাইলফলকের দিকেই দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।

একদিকে তার বয়স, অন্যদিকে রেকর্ড। কিন্তু রোনালদো যেন দুইয়ের একটাকেও পাত্তা না দিয়ে গোল করেই চলেছেন।