এনামুল হক বিজয়
বিপিএলের উদ্বোধনী ম্যাচ আজ টস হেরে ব্যাট করতে নামে দুর্বার রাজশাহী। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে পাওয়ার প্লের শুরুটা ভালো না হলেও পরবর্তীতে ঘুরে দাঁড়াই এনামুল হক বিজয়ের দুর্বার রাজশাহী। ইয়াসির আলীর ৪৭ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস এবং আনামুল হক বিজয়ের ৬৫ রানের উপর ভর করে ২০ অভার শেষে ৩ উইকেট হারিরে সংগ্রহ করে ১৯৭ রান। ইয়াসির আলীর ৯৪ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ৮টি দৃষ্টিনন্দন ছয় এর মার।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। দ্বিতীয় ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের পড়ে বরিশাল। শূন্য রানে নাজমুল হোসেন শান্তকে ঘরে ফেরান জিসান আলম এবং তামিম ইকবালকে সাত রানে আউট করেন তাসকিন আহমেদ। তাওহীদ হৃদয় কিছুটা আশা জাগালেও তাকে ৩২ রানে প্যাভিলিয়নের পথ দেখান হাসান মুরাদ। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশালের সংগ্রহ ১০ ওভারে পাঁচ।