শুরু হচ্ছে বিপিএল মহা উৎসব
শুরু হচ্ছে বিপিএল মহা উৎসব
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হলো দেশের ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ও রোমাঞ্চকর ক্রিকেট লিগ। ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল এ ৭টি দল শিরপার জন্য লড়বে ।
- রংপুর রাইডার্স
- সিলেট স্ট্রাইকার্স
- ঢাকা ক্যাপিটাল
- চিটাগং কিংস
- খুলনা টাইগার্স
- দুর্বার রাজশাহী ও
- ফরচুন বরিশাল
ফরচুন বরিশাল দলে আছে জাতীয় দলের চার অধিনায়ক। তামিম ইকবালদ এর নেতৃত্বাধীন দলটি একাধিক তারকা খেলোয়াড় এবং শক্তিশালী বিদেশি ক্রিকেটারদের নিয়েছে, যেমন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নবী।
বিপিএলে নতুন যুক্ত হওয়া দুর্বার রাজশাহী তাদের ড্রাফটের মাধ্যমে বড় কোনো চমক উপহার দিতে পারেনি। তবে এনামুল হক বিজয়ের নেতৃত্বে আরো থাকছেন তাসকিন আহমেদ, লাহিরু সামারাকুন ও ইয়াসির আলীদের মত অভিজ্ঞ খেলোয়াড়।
তবে ঢাকা ক্যাপিটাল কিছুটা চমক সৃষ্টি করেছে, তাদের দলে রয়েছে লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও সাইম আইয়ুব।
ড্রাফটের আগে একের পর এক চমক দেখানো চিটাগং কিংস এবার ভক্তদের কিছুটা হতাশ করেছে। তারা কোনো বড় নামের দিকে যায়নি, যা সমর্থকদের জন্য এক ধরণের প্রত্যাশিত ছিল। চিটাগাং কিংসে থাকছেন শামীম হোসেন পাটোয়ারী, এঞ্জেলো ম্যাথিউস মঈন আলীদের মতো অভিজ্ঞ প্লেয়ার।
অন্যদিকে, সিলেটে স্ট্রাইকার্স দলে গেছেন আরাফাত সানি, জাকের আলী অনিক, পল স্টার্লিং এবং আল-আমিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা, যারা দলের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি তাদের দল গঠনে অভিজ্ঞতা ও তারুণ্যের সুন্দর মিশ্রণ ঘটানোর চেষ্টা করেছে। মেহেদী হাসান মিরাজে নেতৃত্বে আরো থাকছেন অভিজ্ঞ ইমরুল কায়েস, জিয়াউর রহমান, আফিফ হোসেন এবং নাসুম আহমেদের মত তারকাসহ সব নতুন খেলোয়াড়।
এছাড়া রংপুর রাইডার্স দলে নুরুল হাসান সোহানের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, তরুণ পেসার নাহিদ রানা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ।