ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান তুরস্ক বিশ্ব রাজনীতিতে ‘পাকা খেলোয়াড়’ : এরদোয়ান মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন: নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড: তালাবদ্ধ সিঁড়ির ফাঁদে চারজনের মৃত্যু রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন: নীতিমালার প্রয়োজনীয়তা নিয়ে হাইকোর্টের রুল ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাজ্যের ‘কোয়ালিশন অব উইলিং’ জোট গড়ার আহ্বান ইউক্রেনের পাশে ইউরোপ, স্টারমারের চার দফা কর্মসূচি: নতুন জোট গঠনের পরিকল্পনা লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল

ইংল্যান্ডের হারে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত, পুরস্কার প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা

খবরের কথা ডেস্ক

চলমান চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসি ঘোষণা করেছিল, ২০১৭ সালের তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।

 

চলমান চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসি ঘোষণা করেছিল, ২০১৭ সালের তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। এর ফলে, পঞ্চম ও ষষ্ঠ স্থান পাওয়া দুটি দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে, যা সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলোর তুলনায় প্রায় ২ লাখ ১০ হাজার ডলার বেশি।

চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে ইংল্যান্ডের টানা তৃতীয় হার নিশ্চিত করেছে বাংলাদেশের ষষ্ঠ স্থান। মাঠের খেলায় বাংলাদেশের প্রত্যাশা পূরণ না হলেও, আর্থিকভাবে তারা লাভবান হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে ষষ্ঠ স্থান, যার ফলস্বরূপ তারা পাবে ৪ লাখ ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার টাকা)।

এদিকে, বাংলাদেশ ছিল পয়েন্ট তালিকার উপরে পাকিস্তানের সঙ্গে এক পয়েন্ট নিয়ে। তবে ইংল্যান্ডের তৃতীয় হার নিশ্চিত করে তাদের ষষ্ঠ স্থানে ফিনিশ করা। যদি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতত, তবে বাংলাদেশ সপ্তম স্থান পেয়ে যেত।

আইসিসি পূর্বনির্ধারিত ঘোষণার অনুযায়ী, ১ লাখ ২৫ হাজার ডলার অংশগ্রহণের জন্য এবং ষষ্ঠ স্থানে থাকার জন্য আরও ৩ লাখ ৫০ হাজার ডলার পেয়েছে বাংলাদেশ। সুতরাং, প্রাইজমানি হিসেবে বাংলাদেশের পকেটে ঢুকেছে মোট ৪ লাখ ৭৫ হাজার ডলার।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, রানার্সআপদের জন্য ১১ লাখ ২০ হাজার ডলার, এবং সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুটি দল ৫ লাখ ৬০ হাজার ডলার করে পাবে।
বাংলাদেশের এই অর্জন নিশ্চিত করেছে তাদের আর্থিক লাভ, যা দলের জন্য গুরুত্বপূর্ণ।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
৫০৬ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের হারে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত, পুরস্কার প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা

আপডেট সময় ০৩:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

চলমান চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসি ঘোষণা করেছিল, ২০১৭ সালের তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। এর ফলে, পঞ্চম ও ষষ্ঠ স্থান পাওয়া দুটি দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে, যা সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলোর তুলনায় প্রায় ২ লাখ ১০ হাজার ডলার বেশি।

চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে ইংল্যান্ডের টানা তৃতীয় হার নিশ্চিত করেছে বাংলাদেশের ষষ্ঠ স্থান। মাঠের খেলায় বাংলাদেশের প্রত্যাশা পূরণ না হলেও, আর্থিকভাবে তারা লাভবান হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে ষষ্ঠ স্থান, যার ফলস্বরূপ তারা পাবে ৪ লাখ ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার টাকা)।

এদিকে, বাংলাদেশ ছিল পয়েন্ট তালিকার উপরে পাকিস্তানের সঙ্গে এক পয়েন্ট নিয়ে। তবে ইংল্যান্ডের তৃতীয় হার নিশ্চিত করে তাদের ষষ্ঠ স্থানে ফিনিশ করা। যদি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতত, তবে বাংলাদেশ সপ্তম স্থান পেয়ে যেত।

আইসিসি পূর্বনির্ধারিত ঘোষণার অনুযায়ী, ১ লাখ ২৫ হাজার ডলার অংশগ্রহণের জন্য এবং ষষ্ঠ স্থানে থাকার জন্য আরও ৩ লাখ ৫০ হাজার ডলার পেয়েছে বাংলাদেশ। সুতরাং, প্রাইজমানি হিসেবে বাংলাদেশের পকেটে ঢুকেছে মোট ৪ লাখ ৭৫ হাজার ডলার।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, রানার্সআপদের জন্য ১১ লাখ ২০ হাজার ডলার, এবং সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুটি দল ৫ লাখ ৬০ হাজার ডলার করে পাবে।
বাংলাদেশের এই অর্জন নিশ্চিত করেছে তাদের আর্থিক লাভ, যা দলের জন্য গুরুত্বপূর্ণ।