আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
ইংলিশ ঝড়ে ম্লান ডাকেটের ঐতিহাসিক সেঞ্চুরি, বিশ্বরেকর্ডের সাক্ষী হল অস্ট্রেলিয়ার জয়
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেই রেকর্ডের ফুলঝুরি। প্রথমে ইংল্যান্ড, পরে অস্ট্রেলিয়া দুই দলের ব্যাটিং তাণ্ডবে লাহোরে জমে উঠেছিল রানের মহোৎসব। তবে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড আগে ব্যাট করে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের (৩৫১) রেকর্ড গড়েছিল। বেন ডাকেট ১৪৩ বলে ১৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, জো রুটও ৬৮ রান করে দলের ভিত গড়েন। শেষদিকে জফরা আর্চারের ঝড়ো ২১ রান রেকর্ড গড়তে সাহায্য করে। অস্ট্রেলিয়ার পক্ষে বেন ডোয়ারশিস ৩ উইকেট নেন।
৩৫২ রানের বিশাল লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায়। ২৭ রানের মধ্যেই আউট হয়ে যান ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। এরপর ম্যাথু শর্ট (৬৩) ও মারনাস লাবুশেন (৪৭) দলের হাল ধরলেও, ইংল্যান্ড ম্যাচে ফেরে দ্রুত উইকেট তুলে নিয়ে।
কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জশ ইংলিস। ইংলিশ বোলারদের তুলোধুনো করে মাত্র ৮৬ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ১৫ বলে ৩২ রানে অপরাজিত থেকে দলকে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে দেন।
চার ঘণ্টাও টিকল না ইংল্যান্ডের রেকর্ড! নিজেদের গড়া সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ভাঙতে অস্ট্রেলিয়া নিল মাত্র ৪৫.৩ ওভার। রেকর্ড গড়েও ম্যাচ হারার হতাশায় নিশ্চয়ই হতবাক ইংলিশরা!
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৫১/৮ (ডাকেট ১৬৫, রুট ৬৮; ডোয়ারশিস ৩/৬৬, লাবুশেন ২/৪১,
অস্ট্রেলিয়া: ৪৭.৩ ওভারে ৩৫৬/৫ (ইংলিস ১২০*, ক্যারি ৬৯, রশিদ ১/৪৩৭, লিভিংস্টোন ১/৪৭)।
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জশ ইংলিস।