এমবাপ্পের হ্যাটট্রিকে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি, শেষ ষোলোতে রিয়াল
ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শেষ! সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিল পেপ গার্দিওলার শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ম্যাচের শুরুতেই রিয়ালের আক্রমণে ব্যাকফুটে চলে যায় সিটি। মাত্র চার মিনিটেই রাউল আসেন্সিওর নিখুঁত থ্রু বল ধরে এমবাপ্পে সিটির গোলরক্ষক এডারসনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। গোল হজমের ধাক্কা সামলাতে না সামলাতেই আরও এক ধাক্কা খায় সিটি। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোনস।
২৯তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেলেও এমবাপ্পের শট ঠেকিয়ে দেন এডারসন। তবে পাঁচ মিনিট পর আর রক্ষা হয়নি। রদ্রিগোর পাস ধরে সিটির ডিফেন্স কাটিয়ে অসাধারণ গোল করেন ফরাসি তারকা, ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিটি, তবে রিয়ালের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। উল্টো ৬১তম মিনিটে ভালভের্দের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। এটি তার চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিক এবং নকআউট পর্বে ২৪তম গোল, যা ২০১৬-১৭ মৌসুম থেকে যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
শেষ দিকে সিটি একটি গোল শোধ দিলেও তা শুধুই সান্ত্বনা। যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে ফিরতি বল পেয়ে গোল করেন নিকো গঞ্জালেজ। তবে সেটি শুধুই ব্যবধান কমানোর গল্প। ২০২৩ সালের চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হলো বার্নাব্যুতে। আর দুর্দান্ত জয় নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ।