ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
চীন থেকে ইরানে ক্ষেপণাস্ত্র জ্বালানির রাসায়নিক পরিবহন করবে কার্গো জাহাজ মিয়ানমারে সংঘর্ষ ও বিমান হামলায় প্রাণহানি বৃদ্ধি: জাতিসংঘের উদ্বেগ বিপিএলে উড়ন্ত চলতে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ২৪ রানের জয় আমরা বলতে চাই কথা, খবরের কথা ছাত্র জনতার উপর হামলার নেতৃত্বদানকারী মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট খরচ কমাতে CNN শতাধিক কর্মী ছাঁটাই করবে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিক্রির চক্রের ২ সদস্য আটক   রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে

বিপিএল

বিপিএলে উড়ন্ত চলতে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ২৪ রানের জয়

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আট ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল রংপুর রাইডার্স। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে ২৪ রানের পরাজয়ের মাধ্যমে রংপুর তাদের অপরাজিত থাকার রেকর্ড হারায়। এই জয়ে প্লে-অফের দৌড়ে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী।

টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে ৩২ বলে ৬টি ছক্কা ও ২টি চারের মারে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া, সাব্বির হোসেন ১৯ বলে ৩৯ রান, এনামুল হক ৩১ বলে ৩২ এবং মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন। রংপুরের পক্ষে খুশদিল শাহ এবং আকিফ জাভেদ ৩টি করে উইকেট নেন।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ১৫ রানের মধ্যেই ৩টি উইকেট হারায়। স্টিভেন টেইলর, ইরফান শুক্কুর এবং ইফতিখার আহমেদ শূন্য রানে আউট হন। চতুর্থ উইকেটে সাইফ হাসান এবং খুশদিল শাহ দলের হাল ধরার চেষ্টা করেন। তবে ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করে সাইফ বিদায় নেন।

অধিনায়ক নুরুল হাসান সোহান লড়াই চালিয়ে যান। তিনি ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ১৪ বলে ২৩ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়। রাজশাহীর বোলারদের মধ্যে রায়ান বার্ল সর্বোচ্চ ৪ উইকেট নেন মাত্র ২২ রান খরচায়। তাসকিন আহমেদ এবং এসএম মেহেরব ২টি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

বিপিএল

বিপিএলে উড়ন্ত চলতে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ২৪ রানের জয়

আপডেট সময় ০৬:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আট ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল রংপুর রাইডার্স। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে ২৪ রানের পরাজয়ের মাধ্যমে রংপুর তাদের অপরাজিত থাকার রেকর্ড হারায়। এই জয়ে প্লে-অফের দৌড়ে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী।

টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে ৩২ বলে ৬টি ছক্কা ও ২টি চারের মারে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া, সাব্বির হোসেন ১৯ বলে ৩৯ রান, এনামুল হক ৩১ বলে ৩২ এবং মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন। রংপুরের পক্ষে খুশদিল শাহ এবং আকিফ জাভেদ ৩টি করে উইকেট নেন।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ১৫ রানের মধ্যেই ৩টি উইকেট হারায়। স্টিভেন টেইলর, ইরফান শুক্কুর এবং ইফতিখার আহমেদ শূন্য রানে আউট হন। চতুর্থ উইকেটে সাইফ হাসান এবং খুশদিল শাহ দলের হাল ধরার চেষ্টা করেন। তবে ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করে সাইফ বিদায় নেন।

অধিনায়ক নুরুল হাসান সোহান লড়াই চালিয়ে যান। তিনি ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ১৪ বলে ২৩ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়। রাজশাহীর বোলারদের মধ্যে রায়ান বার্ল সর্বোচ্চ ৪ উইকেট নেন মাত্র ২২ রান খরচায়। তাসকিন আহমেদ এবং এসএম মেহেরব ২টি করে উইকেট শিকার করেন।