১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

বয়কটের মুখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 65

ছবি: সংগৃহীত

 

বিসিবি পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে এম নাজমুল ইসলামের মন্তব্যের পর তার পদত্যাগ দাবি করে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ক্রিকেটারদের চাপের মুখে বিসিবি তাকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও মাঠে ফেরেননি খেলোয়াড়রা।
এই পরিস্থিতিতে বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিএল টেকনিক্যাল কমিটি রাতেই সব ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়ে দেবে বলে নিশ্চিত করেছেন বোর্ডের একজন পরিচালক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে কোয়াবের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বর্জন করায় দিনের দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়।
দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের মাঠে নামার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টার নির্ধারিত টসের সময় কোনো খেলোয়াড় মাঠে উপস্থিত হননি। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাকিবুল হাসানসহ শীর্ষ কর্মকর্তাদের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায়।

খেলা শুরু না হলেও অনেক দর্শক গ্যালারিতে প্রবেশ করেন এবং অনেকে মাঠের বাইরে অপেক্ষা করেন। পরে বিসিবি জায়ান্ট স্ক্রিনে একটি বার্তায় ম্যাচ বিলম্বিত হওয়ার কথা জানিয়ে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে।

বার্তায় বলা হয়, অনিবার্য কারণে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি বিলম্বিত হয়েছে এবং যত দ্রুত সম্ভব খেলা শুরু করার চেষ্টা চলছে।

তবে দীর্ঘ অপেক্ষায় একপর্যায়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
এদিকে দুপুরে বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে কোয়াব। সেখানে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা তাদের দাবিতে অনড় থাকার কথা জানান, যা বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

বয়কটের মুখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

আপডেট সময় ০৭:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

 

বিসিবি পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে এম নাজমুল ইসলামের মন্তব্যের পর তার পদত্যাগ দাবি করে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ক্রিকেটারদের চাপের মুখে বিসিবি তাকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও মাঠে ফেরেননি খেলোয়াড়রা।
এই পরিস্থিতিতে বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিএল টেকনিক্যাল কমিটি রাতেই সব ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়ে দেবে বলে নিশ্চিত করেছেন বোর্ডের একজন পরিচালক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে কোয়াবের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বর্জন করায় দিনের দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়।
দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের মাঠে নামার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টার নির্ধারিত টসের সময় কোনো খেলোয়াড় মাঠে উপস্থিত হননি। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাকিবুল হাসানসহ শীর্ষ কর্মকর্তাদের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায়।

খেলা শুরু না হলেও অনেক দর্শক গ্যালারিতে প্রবেশ করেন এবং অনেকে মাঠের বাইরে অপেক্ষা করেন। পরে বিসিবি জায়ান্ট স্ক্রিনে একটি বার্তায় ম্যাচ বিলম্বিত হওয়ার কথা জানিয়ে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে।

বার্তায় বলা হয়, অনিবার্য কারণে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি বিলম্বিত হয়েছে এবং যত দ্রুত সম্ভব খেলা শুরু করার চেষ্টা চলছে।

তবে দীর্ঘ অপেক্ষায় একপর্যায়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
এদিকে দুপুরে বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে কোয়াব। সেখানে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা তাদের দাবিতে অনড় থাকার কথা জানান, যা বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে।