১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচে নাটকীয় জয় পর্তুগালের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 11

ছবি সংগৃহীত

 

নতুন ম্যাচ, নতুন ইতিহাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন মাইলফলক। হাঙ্গেরির বিপক্ষে গোল করে তিনি আবারও গড়েছেন একটি রেকর্ড।

মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগাল ৩-২ গোলে হাঙ্গেরিকে হারিয়েছে। এই ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের নাম তুলেছেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে তার শট হাঙ্গেরির লোইক নিগোর হাতে লাগে, এবং রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে রোনালদো সহজেই গোল করেন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে তার গোল সংখ্যা হলো ৩৯, যা গুয়েতেমালার সাবেক ফরোয়ার্ড কার্লোস রুইজের সমান। সামনে আরও ম্যাচ থাকায় রেকর্ডটি এককভাবে নিজের করা সময়ের ব্যাপার। জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন ৪০ বছর বয়সী রোনালদো, এবং আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল হলো ১৪১টি, ২২৩ ম্যাচে।

এদিন ম্যাচের শুরুটা ভালো হয়নি পর্তুগালের। ২১ মিনিটে তারা গোল হজম করে পিছিয়ে পড়ে। তবে ৩৬ মিনিটে বার্নান্দো সিলভা গোল করে সমতা ফেরান। বিরতির পর রোনালদোর গোলে পর্তুগাল এগিয়ে যায়, কিন্তু ৮৪ মিনিটে বার্নাবাস ভার্গার গোলে হাঙ্গেরি আবারও সমতায় ফেরে। তবে মাত্র দুই মিনিট পর জোয়াও ক্যান্সেলোর গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পর্তুগাল।

বাছাইয়ের ‘এফ’ গ্রুপে, দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে পর্তুগাল, আর সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে হাঙ্গেরি।

নিউজটি শেয়ার করুন

রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচে নাটকীয় জয় পর্তুগালের

আপডেট সময় ০১:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

 

নতুন ম্যাচ, নতুন ইতিহাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন মাইলফলক। হাঙ্গেরির বিপক্ষে গোল করে তিনি আবারও গড়েছেন একটি রেকর্ড।

মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগাল ৩-২ গোলে হাঙ্গেরিকে হারিয়েছে। এই ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের নাম তুলেছেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে তার শট হাঙ্গেরির লোইক নিগোর হাতে লাগে, এবং রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে রোনালদো সহজেই গোল করেন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে তার গোল সংখ্যা হলো ৩৯, যা গুয়েতেমালার সাবেক ফরোয়ার্ড কার্লোস রুইজের সমান। সামনে আরও ম্যাচ থাকায় রেকর্ডটি এককভাবে নিজের করা সময়ের ব্যাপার। জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন ৪০ বছর বয়সী রোনালদো, এবং আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল হলো ১৪১টি, ২২৩ ম্যাচে।

এদিন ম্যাচের শুরুটা ভালো হয়নি পর্তুগালের। ২১ মিনিটে তারা গোল হজম করে পিছিয়ে পড়ে। তবে ৩৬ মিনিটে বার্নান্দো সিলভা গোল করে সমতা ফেরান। বিরতির পর রোনালদোর গোলে পর্তুগাল এগিয়ে যায়, কিন্তু ৮৪ মিনিটে বার্নাবাস ভার্গার গোলে হাঙ্গেরি আবারও সমতায় ফেরে। তবে মাত্র দুই মিনিট পর জোয়াও ক্যান্সেলোর গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পর্তুগাল।

বাছাইয়ের ‘এফ’ গ্রুপে, দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে পর্তুগাল, আর সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে হাঙ্গেরি।