ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান প্রকৌশল খাতে বৈষম্য দূরীকরণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ ইসিতে সীমানা শুনানির সময় হাতাহাতি শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রসংশায় ভাসছেন নওগাঁ রাণীনগর অর্গানাইজেশনের তরুণরা পাকিস্তানের পাঞ্জাবে বন্যা, সরিয়ে নেওয়া হলো ১৯ হাজার মানুষ চীনের সাইবার যুদ্ধে অগ্রগতি: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিপর্যস্ত সিআইএ-র সিনিয়র রাশিয়া বিশেষজ্ঞ বরখাস্ত ইসরাইলের সাথে সম্পৃক্ত থাকায় বার্সেলোনা মেট্রো টেন্ডার থেকে বাদ পড়ল ফরাসি কোম্পানি

ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 0

ছবি সংগৃহীত

 

আরেকটি নতুন অর্জনের মালিক হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করার কীর্তি গড়লেন তিনি। তবে অনন্য রেকর্ড গড়ার দিনে শিরোপা হাতছাড়া করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে রোনালদোর ক্লাব আল নাসর। তাদেরকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল আহলি। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ সমতায়।

ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এরই মধ্য দিয়ে আল নাসরের জার্সি গায়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে তিনি। অর্থাৎ সেই গোলের মাধ্যমে চার ক্লাবের হয়ে অন্তত ১০০টি করে গোল করার রেকর্ড স্পর্শ করেন ৪০ বছরের রোনালদো।

এর আগে ক্যারিয়ারের শুরুতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাডেটের হয়ে করেছেন ১৪৫ গোল। এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ৪৫০টি গোল করেন। সেখান থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেন সিআরসেভেন।

ইতিহাসে তিনজন ফুটবলার আছেন যারা অন্তত তিনটি ক্লাবের হয়ে ১০০ কিংবা তার বেশি গোল করেছেন। এই তালিকায় প্রথমজন ইসিদরো ল্যাঙ্গারা। স্পেনের হয়ে ১৯৩০-১৯৪৮ পর্যন্ত খেলেছেন তিনি। এছাড়া ব্রাজিলিয়ান তারকা রোমারিও ও নেইমারও তিন ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন। তবে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে রোনালদোই।

নিউজটি শেয়ার করুন

ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড

আপডেট সময় ০৭:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

 

আরেকটি নতুন অর্জনের মালিক হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করার কীর্তি গড়লেন তিনি। তবে অনন্য রেকর্ড গড়ার দিনে শিরোপা হাতছাড়া করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে রোনালদোর ক্লাব আল নাসর। তাদেরকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল আহলি। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ সমতায়।

ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এরই মধ্য দিয়ে আল নাসরের জার্সি গায়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে তিনি। অর্থাৎ সেই গোলের মাধ্যমে চার ক্লাবের হয়ে অন্তত ১০০টি করে গোল করার রেকর্ড স্পর্শ করেন ৪০ বছরের রোনালদো।

এর আগে ক্যারিয়ারের শুরুতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাডেটের হয়ে করেছেন ১৪৫ গোল। এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ৪৫০টি গোল করেন। সেখান থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেন সিআরসেভেন।

ইতিহাসে তিনজন ফুটবলার আছেন যারা অন্তত তিনটি ক্লাবের হয়ে ১০০ কিংবা তার বেশি গোল করেছেন। এই তালিকায় প্রথমজন ইসিদরো ল্যাঙ্গারা। স্পেনের হয়ে ১৯৩০-১৯৪৮ পর্যন্ত খেলেছেন তিনি। এছাড়া ব্রাজিলিয়ান তারকা রোমারিও ও নেইমারও তিন ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন। তবে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে রোনালদোই।