ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

- আপডেট সময় ১১:৩৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / 5
জিম্বাবুয়েতে টানা সাফল্যের পর নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শিরোপা জিতে গত মঙ্গলবার দেশে ফিরেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। তবে বিশ্রামের বেশি সময় পাচ্ছে না যুবারা, কারণ সামনে ইংল্যান্ড সফরের ব্যস্ত সূচি।
ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিরিজ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর, আর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সফরের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তামিমের দল—৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে।
আগামী ৩১ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে দলটি। তার আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিনের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবে খেলোয়াড়রা।
আসন্ন চ্যালেঞ্জ নিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, “আমার মনে হয় এটি বে