অস্ট্রেলিয়ায় কোচিং মিশনে যাচ্ছেন তালহা জুবায়ের

- আপডেট সময় ০১:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 7
জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মাঠে দীর্ঘ সময় কাটাতে পারেননি তালহা জুবায়ের। ধারাবাহিক ইনজুরি বাধার কারণে তার খেলোয়াড় জীবন অকালেই শেষ হয়ে যায়। তবে ক্রিকেট থেকে দূরে সরে এসে কোচিংয়ের জগতে নতুন করে জীবনের সূচনা হয়েছে তার। এখন ঘরোয়া ক্রিকেটের কোচিংয়ে নিয়মিত এক পরিচিত মুখ হিসেবে তালহার উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনূর্ধ্ব-১৯ দল থেকে শুরু করে বাংলাদেশ নারী দল, এ দল এবং বাংলাদেশ টাইগার্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কোচিং করেছেন তিনি। এছাড়া বিপিএল, ডিপিএলসহ দেশের বিভিন্ন লিগেও তার অবদান স্পষ্ট। এবার সুযোগ এসেছে দেশের বাইরে নিজের দক্ষতা প্রমাণ করার। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার পার্থ শহরে পৌঁছাবেন তালহা।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশনের হয়ে একটি মাসব্যাপী কোচিং কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। এই সুযোগ পেতে বিসিবির পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিষয়টির প্রতি বিশেষ নজর রেখেছেন।
সাক্ষাৎকারে তালহা বলেন, “এটি আমার জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা হবে বলে আশাবাদী। অস্ট্রেলিয়া থেকে যা শিখব, তা দেশের ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে চাই। কোচিং ক্যারিয়ারে এটি সামনে এগোনোর এক নতুন ধাপ বলেই মনে করি। বিসিবি আমাকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে, ভিসা ও টিকিটসহ সবকিছু তাদের মাধ্যমে হচ্ছে। এখন লক্ষ্য শুধু ভালো কিছু শেখার।”