ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
“হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে” পুতিনের কোনো অফিসিয়াল ছুটি নেই, জানাল ক্রেমলিন তুরস্ক-গ্রিস বিরোধ: এজিয়ান সাগরে একতরফা সিদ্ধান্তে তুরস্কের জবাব মোদির সঙ্গে বন্ধুত্ব থেকে শীতল যুদ্ধ: ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প অটোপাইলট দুর্ঘটনায় টেসলার বিরুদ্ধে ২৪৩ মিলিয়ন ডলারের জরিমানা “শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সূচনা: আজ সরাসরি সম্প্রচার” গাজার অবরোধ: ইসরায়েলি হামলায় ৬২ ফিলিস্তিনির প্রাণহানী “রুদ্ধশ্বাস ফাইনাল: টাইব্রেকারে ব্রাজিলের সাফল্য” ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপ-কমিটি গঠিত সুদানে খাদ্য সংকট চরমে: ১.২ কোটি মানুষ বাস্তুচ্যুত

“রুদ্ধশ্বাস ফাইনাল: টাইব্রেকারে ব্রাজিলের সাফল্য”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

নির্ধারিত সময়ে ৩-৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট পর ৪-৪ সমতায় শেষ হয়েছে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে নারীদের কোপা আমেরিকার রুদ্ধশ্বাস ফাইনাল। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা, ফলে ছেলেদের পর এবার মেয়েদের এই মহাদেশীয় মঞ্চেও স্বপ্নভঙ্গ হলো কলম্বিয়ার।

গত শনিবার মধ্যরাতে ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা। কলম্বিয়া নির্ধারিত ৯০ মিনিটে দুইবার লিড নেয়, কিন্তু ব্রাজিল পাল্টা প্রতিরোধ করে। অতিরিক্ত সময়ে ব্রাজিল এগিয়ে গেলেও কলম্বিয়ান দল হাল ছাড়েনি। শেষ পর্যন্ত ৪-৪ সমতায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়, যেখানে ব্রাজিল ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে।

ম্যাচে মোট ৮টি গোলের মধ্যে ব্রাজিলের মার্তা ভিয়েরা দুটি গোল করেন, এছাড়া অ্যাঞ্জেলিনা ও আমান্দা একটি করে গোল করেন। কলম্বিয়ার পক্ষে লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস একবার করে গোল করেন। ব্রাজিলের একটি গোল আসে টার্সিয়ানের আত্মঘাতী অবদানে।

ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে ৮২ মিনিটে গোল করেন এবং ১০৫ মিনিটে তার দ্বিতীয় গোল ব্রাজিলকে প্রথমবার লিড দেয়। তবে কলম্বিয়া ১ গোল শোধ করে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়। ৩৯ বছর বয়সী মার্তা, যিনি প্যারিস অলিম্পিকের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন, কোচ আর্থুর ইলিয়াস ও ব্রাজিলের প্রয়োজনে এখনও মাঠে আছেন।

এর আগে, ব্রাজিল নারী ফুটবলে নয় আসরের আটটিতেই চ্যাম্পিয়ন হয়েছে। দশম আসরে তারা আরও এক ধাপ এগিয়ে গেল। তবে, বিশ্বকাপে তাদের সেরা অর্জন ২০০৭ সালে রানার্সআপ হওয়া এবং তিনবার অলিম্পিক ফাইনালে রৌপ্য নিয়ে ফিরে আসা।

কোপার ফাইনালে ব্রাজিলের জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক লোরেনা দ্য সিলভা। তিনি পেনাল্টি শ্যুটআউটে দুটি গোল বাঁচান, যা ব্রাজিলের টানা পঞ্চমবার জয় নিশ্চিত করেছে। কলম্বিয়া এই ফাইনালে ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই পরাজিত হয়েছে।
এদিকে, ছেলেদের ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারার পর কলম্বিয়ার জন্য এই হার আরও তিক্ত।

নিউজটি শেয়ার করুন

“রুদ্ধশ্বাস ফাইনাল: টাইব্রেকারে ব্রাজিলের সাফল্য”

আপডেট সময় ১০:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

 

 

নির্ধারিত সময়ে ৩-৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট পর ৪-৪ সমতায় শেষ হয়েছে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে নারীদের কোপা আমেরিকার রুদ্ধশ্বাস ফাইনাল। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা, ফলে ছেলেদের পর এবার মেয়েদের এই মহাদেশীয় মঞ্চেও স্বপ্নভঙ্গ হলো কলম্বিয়ার।

গত শনিবার মধ্যরাতে ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা। কলম্বিয়া নির্ধারিত ৯০ মিনিটে দুইবার লিড নেয়, কিন্তু ব্রাজিল পাল্টা প্রতিরোধ করে। অতিরিক্ত সময়ে ব্রাজিল এগিয়ে গেলেও কলম্বিয়ান দল হাল ছাড়েনি। শেষ পর্যন্ত ৪-৪ সমতায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়, যেখানে ব্রাজিল ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে।

ম্যাচে মোট ৮টি গোলের মধ্যে ব্রাজিলের মার্তা ভিয়েরা দুটি গোল করেন, এছাড়া অ্যাঞ্জেলিনা ও আমান্দা একটি করে গোল করেন। কলম্বিয়ার পক্ষে লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস একবার করে গোল করেন। ব্রাজিলের একটি গোল আসে টার্সিয়ানের আত্মঘাতী অবদানে।

ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে ৮২ মিনিটে গোল করেন এবং ১০৫ মিনিটে তার দ্বিতীয় গোল ব্রাজিলকে প্রথমবার লিড দেয়। তবে কলম্বিয়া ১ গোল শোধ করে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়। ৩৯ বছর বয়সী মার্তা, যিনি প্যারিস অলিম্পিকের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন, কোচ আর্থুর ইলিয়াস ও ব্রাজিলের প্রয়োজনে এখনও মাঠে আছেন।

এর আগে, ব্রাজিল নারী ফুটবলে নয় আসরের আটটিতেই চ্যাম্পিয়ন হয়েছে। দশম আসরে তারা আরও এক ধাপ এগিয়ে গেল। তবে, বিশ্বকাপে তাদের সেরা অর্জন ২০০৭ সালে রানার্সআপ হওয়া এবং তিনবার অলিম্পিক ফাইনালে রৌপ্য নিয়ে ফিরে আসা।

কোপার ফাইনালে ব্রাজিলের জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক লোরেনা দ্য সিলভা। তিনি পেনাল্টি শ্যুটআউটে দুটি গোল বাঁচান, যা ব্রাজিলের টানা পঞ্চমবার জয় নিশ্চিত করেছে। কলম্বিয়া এই ফাইনালে ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই পরাজিত হয়েছে।
এদিকে, ছেলেদের ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারার পর কলম্বিয়ার জন্য এই হার আরও তিক্ত।