শিরোনাম :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
পারিশ্রমিক না পেয়ে দূর্বার রাজশাহীর বিপিএল এর অনুশীলন বয়কট
আজ বুধবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলনে মাঠে নামার কথা ছিল দূর্বার রাজশাহীর। কিন্তু অনুশীলন শুরুর মাত্র ১২ মিনিট আগে জানানো হয়, অনুশীলন বাতিল করা হয়েছে। জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ায় খেলোয়াড়রা অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়েছেন।
দূর্বার রাজশাহীর এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে জানান, এখনও তারা কোনো পারিশ্রমিক পাননি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং আগামীকাল পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।
তবে ক্রিকেটাররা মালিকপক্ষের এই আশ্বাসে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। পারিশ্রমিক না পেলে আগামীকালের ম্যাচে তাদের মাঠে নামা নিয়েও শঙ্কা তৈরি হতে পারে বলে জানিয়েছেন ওই খেলোয়াড়।