১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

এসি মিলানে যাচ্ছেন লুকা মদ্রিচ , ক্লাব বিশ্বকাপের পর যোগ দেবেন আনুষ্ঠানিকভাবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 138

ছবি সংগৃহীত

 

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ পথচলার অবসান ঘটাতে চলেছেন লুকা মদ্রিচ। মৌসুম শেষেই রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই ক্রোয়াট তারকা। লিগে ঘরের মাঠে শেষ ম্যাচে তাকে ঘটা করে বিদায় জানায় লস ব্লাঙ্কোরা। গুঞ্জন ছিল, শৈশবের প্রিয় ক্লাব এসি মিলান হতে পারে তার নতুন ঠিকানা। এবার সেই গুঞ্জনই সত্যি হলো মদ্রিচের এসি মিলানে যোগদানের খবর নিশ্চিত করেছে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে।

তিনি জানান, ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মিলানে যোগ দেবেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। কয়েক সপ্তাহ ধরেই চলছিল গুঞ্জন, মদ্রিচ ও এসি মিলানের মধ্যে সবকিছু চূড়ান্ত। তবে রিয়ালের প্রতি সম্মান রেখে মদ্রিচ অনুরোধ করেছিলেন, ক্লাব বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত যেন ঘোষণা না দেওয়া হয়।

বিজ্ঞাপন

তারে বলেন, “আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। একজন তরুণ মনের খেলোয়াড়কে দেখেছি, যে প্রতিদ্বন্দ্বিতার জন্য উদগ্রীব। সে আমাদের প্রথমেই জিজ্ঞেস করেছিল ‘আমরা কি এমন একটি দল গড়ছি, যারা শিরোপা জিততে চায়?’ এ থেকেই বোঝা যায় তার মানসিকতা কেমন।”

তিনি আরও বলেন, “সে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। মিলানেও সে নেতা হতে চায়, মাঠের ভেতরে-বাইরে তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং পেশাদারিত্ব দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মজার বিষয় হলো, সে মিলানের ভক্ত ছিল ছোটবেলা থেকেই। তাই এটা তার জন্য একটি আবেগের জায়গা। সামনে বিশ্বকাপ রয়েছে, তার আগে মৌসুমে মূল ভূমিকায় থাকতে পারলে তা তার জন্য হবে দারুণ কিছু।”

৩৯ বছর বয়সী মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে ১৩টি সফল মৌসুম কাটিয়েছেন। যদিও রিয়ালেই অবসর নেওয়ার ইচ্ছা ছিল তার, তবে ক্লাবটি আর নতুন করে চুক্তি না করার সিদ্ধান্ত নেওয়ায় সিরি আ’তে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।

অন্যদিকে, গত মৌসুমে লিগে অষ্টম স্থানে থেকে হতাশাজনকভাবে শেষ করা এসি মিলান নতুন করে ঘুরে দাঁড়াতে চায়। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির অধীনে দলকে পুনর্গঠনের কাজ চলছে। ইতোমধ্যে গ্রানিত জাকা, জাভি গুয়েরা ও আরডন জাশারিকে দলে টানার চেষ্টা চালাচ্ছে মিলান।

মদ্রিচের অভিজ্ঞতা ও ক্যারিশমা হয়তো নতুন করে জ্বালাবে মিলানের সাফল্যের আশার আলো।

নিউজটি শেয়ার করুন

এসি মিলানে যাচ্ছেন লুকা মদ্রিচ , ক্লাব বিশ্বকাপের পর যোগ দেবেন আনুষ্ঠানিকভাবে

আপডেট সময় ০৬:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ পথচলার অবসান ঘটাতে চলেছেন লুকা মদ্রিচ। মৌসুম শেষেই রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই ক্রোয়াট তারকা। লিগে ঘরের মাঠে শেষ ম্যাচে তাকে ঘটা করে বিদায় জানায় লস ব্লাঙ্কোরা। গুঞ্জন ছিল, শৈশবের প্রিয় ক্লাব এসি মিলান হতে পারে তার নতুন ঠিকানা। এবার সেই গুঞ্জনই সত্যি হলো মদ্রিচের এসি মিলানে যোগদানের খবর নিশ্চিত করেছে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে।

তিনি জানান, ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মিলানে যোগ দেবেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। কয়েক সপ্তাহ ধরেই চলছিল গুঞ্জন, মদ্রিচ ও এসি মিলানের মধ্যে সবকিছু চূড়ান্ত। তবে রিয়ালের প্রতি সম্মান রেখে মদ্রিচ অনুরোধ করেছিলেন, ক্লাব বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত যেন ঘোষণা না দেওয়া হয়।

বিজ্ঞাপন

তারে বলেন, “আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। একজন তরুণ মনের খেলোয়াড়কে দেখেছি, যে প্রতিদ্বন্দ্বিতার জন্য উদগ্রীব। সে আমাদের প্রথমেই জিজ্ঞেস করেছিল ‘আমরা কি এমন একটি দল গড়ছি, যারা শিরোপা জিততে চায়?’ এ থেকেই বোঝা যায় তার মানসিকতা কেমন।”

তিনি আরও বলেন, “সে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। মিলানেও সে নেতা হতে চায়, মাঠের ভেতরে-বাইরে তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং পেশাদারিত্ব দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মজার বিষয় হলো, সে মিলানের ভক্ত ছিল ছোটবেলা থেকেই। তাই এটা তার জন্য একটি আবেগের জায়গা। সামনে বিশ্বকাপ রয়েছে, তার আগে মৌসুমে মূল ভূমিকায় থাকতে পারলে তা তার জন্য হবে দারুণ কিছু।”

৩৯ বছর বয়সী মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে ১৩টি সফল মৌসুম কাটিয়েছেন। যদিও রিয়ালেই অবসর নেওয়ার ইচ্ছা ছিল তার, তবে ক্লাবটি আর নতুন করে চুক্তি না করার সিদ্ধান্ত নেওয়ায় সিরি আ’তে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।

অন্যদিকে, গত মৌসুমে লিগে অষ্টম স্থানে থেকে হতাশাজনকভাবে শেষ করা এসি মিলান নতুন করে ঘুরে দাঁড়াতে চায়। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির অধীনে দলকে পুনর্গঠনের কাজ চলছে। ইতোমধ্যে গ্রানিত জাকা, জাভি গুয়েরা ও আরডন জাশারিকে দলে টানার চেষ্টা চালাচ্ছে মিলান।

মদ্রিচের অভিজ্ঞতা ও ক্যারিশমা হয়তো নতুন করে জ্বালাবে মিলানের সাফল্যের আশার আলো।