০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার পানি ব্যবস্থাপনা নিয়ে ইরাক–তুরস্ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০ অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ হলেন শন টেইট, চুক্তি ২০২৭ পর্যন্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 170

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই খবর নিশ্চিত করেছে।

আন্দ্রে অ্যাডামস বিদায় নেওয়ার পর থেকেই নতুন বোলিং কোচ নিয়ে আলোচনা চলছিল ক্রিকেট অঙ্গনে। সেই আলোচনাতেই বারবার উঠে আসে শন টেইটের নাম। এবার সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করল বিসিবি।

বিজ্ঞাপন

২০২৭ সালের নভেম্বর পর্যন্ত টেইটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি। চলতি মাসের শেষ দিকে তিনি দলের সঙ্গে কাজ শুরু করবেন। ৪২ বছর বয়সী এই কোচ এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করেছেন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের জাতীয় দলের পেস বোলিং ইউনিট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি, টেইট কাজ করেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেও।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল), ইংলিশ কাউন্টি ক্রিকেট এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কোচিং করিয়েছেন তিনি। বিপিএলে সর্বশেষ চিটাগাং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন এই সাবেক পেসার।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি ওয়ানডে, ২১টি টি-টোয়েন্টি ও ৩টি টেস্ট খেলা টেইট গত বছরও বাংলাদেশের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান। এবার পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে পেরে খুশি তিনি।

নিয়োগের পর প্রতিক্রিয়ায় টেইট বলেন, “বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। তরুণ পেসারদের মাঝে দুর্দান্ত সম্ভাবনা রয়েছে, যেটা সাম্প্রতিক সময়ে আমরা বহুবারই দেখেছি। ফিল সিমন্সের মতো একজন অভিজ্ঞ কোচের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের এবং আমি আমাদের যাত্রার শুরুটা নিয়ে রোমাঞ্চিত।”

বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে বলে মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা। তরুণ পেসারদের নিয়ে কাজ করতে টেইটের অভিজ্ঞতা দলকে উপকৃত করবে বলেও আশা করা হচ্ছে।

বোলিং বিভাগে ধারাবাহিক উন্নতি আনতেই বিসিবির এই পদক্ষেপ, আর টেইটের অভিজ্ঞতা ও আগ্রহকে ঘিরে আশাবাদী টাইগার ভক্তরা। সামনে বিশ্বকাপসহ গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে তার অবদান কতটা ফলপ্রসূ হয়, তা দেখার অপেক্ষায় এখন সবাই।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ হলেন শন টেইট, চুক্তি ২০২৭ পর্যন্ত

আপডেট সময় ০৪:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই খবর নিশ্চিত করেছে।

আন্দ্রে অ্যাডামস বিদায় নেওয়ার পর থেকেই নতুন বোলিং কোচ নিয়ে আলোচনা চলছিল ক্রিকেট অঙ্গনে। সেই আলোচনাতেই বারবার উঠে আসে শন টেইটের নাম। এবার সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করল বিসিবি।

বিজ্ঞাপন

২০২৭ সালের নভেম্বর পর্যন্ত টেইটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি। চলতি মাসের শেষ দিকে তিনি দলের সঙ্গে কাজ শুরু করবেন। ৪২ বছর বয়সী এই কোচ এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করেছেন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের জাতীয় দলের পেস বোলিং ইউনিট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি, টেইট কাজ করেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেও।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল), ইংলিশ কাউন্টি ক্রিকেট এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কোচিং করিয়েছেন তিনি। বিপিএলে সর্বশেষ চিটাগাং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন এই সাবেক পেসার।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি ওয়ানডে, ২১টি টি-টোয়েন্টি ও ৩টি টেস্ট খেলা টেইট গত বছরও বাংলাদেশের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান। এবার পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে পেরে খুশি তিনি।

নিয়োগের পর প্রতিক্রিয়ায় টেইট বলেন, “বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। তরুণ পেসারদের মাঝে দুর্দান্ত সম্ভাবনা রয়েছে, যেটা সাম্প্রতিক সময়ে আমরা বহুবারই দেখেছি। ফিল সিমন্সের মতো একজন অভিজ্ঞ কোচের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের এবং আমি আমাদের যাত্রার শুরুটা নিয়ে রোমাঞ্চিত।”

বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে বলে মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা। তরুণ পেসারদের নিয়ে কাজ করতে টেইটের অভিজ্ঞতা দলকে উপকৃত করবে বলেও আশা করা হচ্ছে।

বোলিং বিভাগে ধারাবাহিক উন্নতি আনতেই বিসিবির এই পদক্ষেপ, আর টেইটের অভিজ্ঞতা ও আগ্রহকে ঘিরে আশাবাদী টাইগার ভক্তরা। সামনে বিশ্বকাপসহ গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে তার অবদান কতটা ফলপ্রসূ হয়, তা দেখার অপেক্ষায় এখন সবাই।