১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
‘শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ’ পশ্চিম সিকিমের ইয়াংথাঙে ফের ভূমিধস, নিহত ৪ আলবেনিয়ায় প্রথমবারের মতো AI-চালিত ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, আহত ৫ শোকের ছায়া জাকসুতে সহকারী অধ্যাপকের মৃ-ত্যু প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় জাপানে এনসিপি নেতারা গ্রাফটিং টমেটো চাষে নতুন সম্ভাবনা, বাহুবলে কৃষকদের সফলতা বলসোনারোকে ২৭ বছরের সাজা দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট ইউরোপীয় ইউনিয়ন ১৫০ বিলিয়ন SAFE প্রতিরক্ষা কর্মসূচিতে তুরস্ক-দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানালো ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম
২০২৬ বিশ্বকাপই তার শেষ, জানালেন নেইমার

আবারো কি দেখা যাবে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 57

আবারো কি দেখা যাবে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি? ২০২৬ বিশ্বকাপই তার শেষ, জানালেন নেইমার

 

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের গড়া বার্সেলোনার ঐতিহাসিক ‘এমএসএন’ ত্রিফলা আক্রমণভাগ ফুটবলপ্রেমীদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। এই ত্রয়ী কি আবারও মাঠে দেখা যাবে? ইন্টার মায়ামির জার্সিতে মেসি ও সুয়ারেজ জুটি বেঁধেছেন, কিন্তু নেইমার এখনও সৌদি ক্লাব আল হিলালে খেলছেন। তবে যুক্তরাষ্ট্রের ফুটবলে নেইমারের যোগদানের সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়?

সম্প্রতি দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে ক্যারিয়ার অ্যাওয়ার্ড জিতেছেন নেইমার। সেখানেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, মায়ামিতে মেসি-সুয়ারেজের সঙ্গে পুনর্মিলনের কোনো সম্ভাবনা আছে কি না। নেইমারের উত্তর ছিল রহস্যময়, তবে আশাবাদী, “কে জানে! ফুটবল বিস্ময়ে ভরা। মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলা সত্যিই চমৎকার হবে। আমরা এখনো কথা বলি, আমাদের বন্ধুত্ব অটুট। তবে আপাতত আল হিলালে সুখেই আছি।”

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার এই আক্রমণভাগের জাদুতে মুগ্ধ হয়েছিল ফুটবলবিশ্ব। ট্রেবল জয়ের পাশাপাশি ৩৬৪ গোল এবং ১৭৩টি গোলে সহায়তা করেছিল তারা। কিন্তু নেইমারের ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যাওয়ার মধ্য দিয়ে এই ত্রিফলার বার্সেলোনা অধ্যায়ের ইতি ঘটে।

ইন্টার মায়ামিতে সুয়ারেজ সম্প্রতি নিজের চুক্তি এক বছরের জন্য নবায়ন করেছেন। অন্যদিকে, নেইমারের সৌদি আরবে চুক্তির মেয়াদ শেষ হবে এই বছর। সময় আর পরিস্থিতি বলে দিচ্ছে, ২০২৬ সালের আগেই মেসি-সুয়ারেজ-নেইমার আবার একসঙ্গে খেলতে পারেন।

২০২৬ সালটি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। সেবছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। নেইমারের বয়স তখন ৩৪ ছুঁইছুঁই। তিনি নিজেই স্বীকার করেছেন, এটি হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। নেইমার বলেন, “আমি জানি, এটি আমার ক্যারিয়ারের শেষ সুযোগ। বিশ্বকাপ জেতার জন্য আমি সবকিছু করব।”

নিউজটি শেয়ার করুন

২০২৬ বিশ্বকাপই তার শেষ, জানালেন নেইমার

আবারো কি দেখা যাবে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি?

আপডেট সময় ০২:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

 

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের গড়া বার্সেলোনার ঐতিহাসিক ‘এমএসএন’ ত্রিফলা আক্রমণভাগ ফুটবলপ্রেমীদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। এই ত্রয়ী কি আবারও মাঠে দেখা যাবে? ইন্টার মায়ামির জার্সিতে মেসি ও সুয়ারেজ জুটি বেঁধেছেন, কিন্তু নেইমার এখনও সৌদি ক্লাব আল হিলালে খেলছেন। তবে যুক্তরাষ্ট্রের ফুটবলে নেইমারের যোগদানের সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়?

সম্প্রতি দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে ক্যারিয়ার অ্যাওয়ার্ড জিতেছেন নেইমার। সেখানেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, মায়ামিতে মেসি-সুয়ারেজের সঙ্গে পুনর্মিলনের কোনো সম্ভাবনা আছে কি না। নেইমারের উত্তর ছিল রহস্যময়, তবে আশাবাদী, “কে জানে! ফুটবল বিস্ময়ে ভরা। মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলা সত্যিই চমৎকার হবে। আমরা এখনো কথা বলি, আমাদের বন্ধুত্ব অটুট। তবে আপাতত আল হিলালে সুখেই আছি।”

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার এই আক্রমণভাগের জাদুতে মুগ্ধ হয়েছিল ফুটবলবিশ্ব। ট্রেবল জয়ের পাশাপাশি ৩৬৪ গোল এবং ১৭৩টি গোলে সহায়তা করেছিল তারা। কিন্তু নেইমারের ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যাওয়ার মধ্য দিয়ে এই ত্রিফলার বার্সেলোনা অধ্যায়ের ইতি ঘটে।

ইন্টার মায়ামিতে সুয়ারেজ সম্প্রতি নিজের চুক্তি এক বছরের জন্য নবায়ন করেছেন। অন্যদিকে, নেইমারের সৌদি আরবে চুক্তির মেয়াদ শেষ হবে এই বছর। সময় আর পরিস্থিতি বলে দিচ্ছে, ২০২৬ সালের আগেই মেসি-সুয়ারেজ-নেইমার আবার একসঙ্গে খেলতে পারেন।

২০২৬ সালটি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। সেবছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। নেইমারের বয়স তখন ৩৪ ছুঁইছুঁই। তিনি নিজেই স্বীকার করেছেন, এটি হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। নেইমার বলেন, “আমি জানি, এটি আমার ক্যারিয়ারের শেষ সুযোগ। বিশ্বকাপ জেতার জন্য আমি সবকিছু করব।”