ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”
২০২৬ বিশ্বকাপই তার শেষ, জানালেন নেইমার

আবারো কি দেখা যাবে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 47

আবারো কি দেখা যাবে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি? ২০২৬ বিশ্বকাপই তার শেষ, জানালেন নেইমার

 

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের গড়া বার্সেলোনার ঐতিহাসিক ‘এমএসএন’ ত্রিফলা আক্রমণভাগ ফুটবলপ্রেমীদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। এই ত্রয়ী কি আবারও মাঠে দেখা যাবে? ইন্টার মায়ামির জার্সিতে মেসি ও সুয়ারেজ জুটি বেঁধেছেন, কিন্তু নেইমার এখনও সৌদি ক্লাব আল হিলালে খেলছেন। তবে যুক্তরাষ্ট্রের ফুটবলে নেইমারের যোগদানের সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়?

সম্প্রতি দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে ক্যারিয়ার অ্যাওয়ার্ড জিতেছেন নেইমার। সেখানেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, মায়ামিতে মেসি-সুয়ারেজের সঙ্গে পুনর্মিলনের কোনো সম্ভাবনা আছে কি না। নেইমারের উত্তর ছিল রহস্যময়, তবে আশাবাদী, “কে জানে! ফুটবল বিস্ময়ে ভরা। মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলা সত্যিই চমৎকার হবে। আমরা এখনো কথা বলি, আমাদের বন্ধুত্ব অটুট। তবে আপাতত আল হিলালে সুখেই আছি।”

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার এই আক্রমণভাগের জাদুতে মুগ্ধ হয়েছিল ফুটবলবিশ্ব। ট্রেবল জয়ের পাশাপাশি ৩৬৪ গোল এবং ১৭৩টি গোলে সহায়তা করেছিল তারা। কিন্তু নেইমারের ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যাওয়ার মধ্য দিয়ে এই ত্রিফলার বার্সেলোনা অধ্যায়ের ইতি ঘটে।

ইন্টার মায়ামিতে সুয়ারেজ সম্প্রতি নিজের চুক্তি এক বছরের জন্য নবায়ন করেছেন। অন্যদিকে, নেইমারের সৌদি আরবে চুক্তির মেয়াদ শেষ হবে এই বছর। সময় আর পরিস্থিতি বলে দিচ্ছে, ২০২৬ সালের আগেই মেসি-সুয়ারেজ-নেইমার আবার একসঙ্গে খেলতে পারেন।

২০২৬ সালটি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। সেবছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। নেইমারের বয়স তখন ৩৪ ছুঁইছুঁই। তিনি নিজেই স্বীকার করেছেন, এটি হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। নেইমার বলেন, “আমি জানি, এটি আমার ক্যারিয়ারের শেষ সুযোগ। বিশ্বকাপ জেতার জন্য আমি সবকিছু করব।”

নিউজটি শেয়ার করুন

২০২৬ বিশ্বকাপই তার শেষ, জানালেন নেইমার

আবারো কি দেখা যাবে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি?

আপডেট সময় ০২:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

 

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের গড়া বার্সেলোনার ঐতিহাসিক ‘এমএসএন’ ত্রিফলা আক্রমণভাগ ফুটবলপ্রেমীদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। এই ত্রয়ী কি আবারও মাঠে দেখা যাবে? ইন্টার মায়ামির জার্সিতে মেসি ও সুয়ারেজ জুটি বেঁধেছেন, কিন্তু নেইমার এখনও সৌদি ক্লাব আল হিলালে খেলছেন। তবে যুক্তরাষ্ট্রের ফুটবলে নেইমারের যোগদানের সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়?

সম্প্রতি দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে ক্যারিয়ার অ্যাওয়ার্ড জিতেছেন নেইমার। সেখানেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, মায়ামিতে মেসি-সুয়ারেজের সঙ্গে পুনর্মিলনের কোনো সম্ভাবনা আছে কি না। নেইমারের উত্তর ছিল রহস্যময়, তবে আশাবাদী, “কে জানে! ফুটবল বিস্ময়ে ভরা। মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলা সত্যিই চমৎকার হবে। আমরা এখনো কথা বলি, আমাদের বন্ধুত্ব অটুট। তবে আপাতত আল হিলালে সুখেই আছি।”

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার এই আক্রমণভাগের জাদুতে মুগ্ধ হয়েছিল ফুটবলবিশ্ব। ট্রেবল জয়ের পাশাপাশি ৩৬৪ গোল এবং ১৭৩টি গোলে সহায়তা করেছিল তারা। কিন্তু নেইমারের ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যাওয়ার মধ্য দিয়ে এই ত্রিফলার বার্সেলোনা অধ্যায়ের ইতি ঘটে।

ইন্টার মায়ামিতে সুয়ারেজ সম্প্রতি নিজের চুক্তি এক বছরের জন্য নবায়ন করেছেন। অন্যদিকে, নেইমারের সৌদি আরবে চুক্তির মেয়াদ শেষ হবে এই বছর। সময় আর পরিস্থিতি বলে দিচ্ছে, ২০২৬ সালের আগেই মেসি-সুয়ারেজ-নেইমার আবার একসঙ্গে খেলতে পারেন।

২০২৬ সালটি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। সেবছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। নেইমারের বয়স তখন ৩৪ ছুঁইছুঁই। তিনি নিজেই স্বীকার করেছেন, এটি হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। নেইমার বলেন, “আমি জানি, এটি আমার ক্যারিয়ারের শেষ সুযোগ। বিশ্বকাপ জেতার জন্য আমি সবকিছু করব।”