ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যম সংস্কারে ১২টি নতুন সিদ্ধান্ত, অগ্রাধিকার পাচ্ছে সাংবাদিকদের অধিকার পলিথিন বন্ধে কঠোর অভিযান শিগগিরই শুরু: পরিবেশ উপদেষ্টা বিআরটিসির দরজা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বদা খোলা: চেয়ারম্যান নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড় নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন তরুণদের হতে হবে ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা: জাতিসংঘ মহাসচিব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোংলা বন্দরে রেকর্ড রাজস্ব আদায় ও জাহাজ আগমন ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫ এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

দুর্দান্ত পেস আক্রমণে কিউইদের এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ‘এ’ দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 26

ছবি সংগৃহীত

 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। রোববার (৫ মে) সকালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’। জবাবে ২৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডকে জাতীয় দলের ছায়া বললেও ভুল হবে না। আর সেই ছায়া দলটিই ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয়।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশের পেসাররা। শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন মিলে মাত্র ৪৮ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেন। তীব্র চাপের মুখে পড়ে কিউইরা। ৮৫ রানে হারায় ৯ উইকেট। তবে ডিন ফক্সক্রফট ও বেন লিস্টার শেষ উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলের রান দেড়শোর কাছাকাছি নিয়ে যান।

ফক্সক্রফট ৬৪ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে লিস্টারের অবদান ছিল ১০ বলে ৪ রান। শেষ ব্যাটার হিসেবে এবাদতের শিকার হন ফক্সক্রফট। বাংলাদেশের হয়ে খালেদ ও তানভীর ইসলাম নেন ৩টি করে উইকেট। শরিফুল ও এবাদত শিকার করেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাবলীল ছিলেন মোহাম্মদ নাঈম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে আসে ৩০ রান। ইমন ১২ বলে ২৪ রান করে ফিরলেও শুরুটা ভালোই করে দেন। ২০ বলে ১৮ রান করে নাঈমও ফিরে যান।

এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের জুটিতে স্কোর পৌঁছায় ১০৮ রানে। বিজয় ৪৫ বলে ৩৮ রান করে বিদায় নিলেও অপরপ্রান্তে অঙ্কন ছিলেন দৃঢ়। ৬১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

১৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ ‘এ’ দল। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দারুণ পারফর্ম করে স্বাগতিকরা। সিরিজে ১-০ তে এগিয়ে থেকে মনোবল নিয়েই দ্বিতীয় ম্যাচের দিকে এগোচ্ছে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

দুর্দান্ত পেস আক্রমণে কিউইদের এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ‘এ’ দল

আপডেট সময় ০৩:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। রোববার (৫ মে) সকালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’। জবাবে ২৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডকে জাতীয় দলের ছায়া বললেও ভুল হবে না। আর সেই ছায়া দলটিই ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয়।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশের পেসাররা। শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন মিলে মাত্র ৪৮ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেন। তীব্র চাপের মুখে পড়ে কিউইরা। ৮৫ রানে হারায় ৯ উইকেট। তবে ডিন ফক্সক্রফট ও বেন লিস্টার শেষ উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলের রান দেড়শোর কাছাকাছি নিয়ে যান।

ফক্সক্রফট ৬৪ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে লিস্টারের অবদান ছিল ১০ বলে ৪ রান। শেষ ব্যাটার হিসেবে এবাদতের শিকার হন ফক্সক্রফট। বাংলাদেশের হয়ে খালেদ ও তানভীর ইসলাম নেন ৩টি করে উইকেট। শরিফুল ও এবাদত শিকার করেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাবলীল ছিলেন মোহাম্মদ নাঈম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে আসে ৩০ রান। ইমন ১২ বলে ২৪ রান করে ফিরলেও শুরুটা ভালোই করে দেন। ২০ বলে ১৮ রান করে নাঈমও ফিরে যান।

এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের জুটিতে স্কোর পৌঁছায় ১০৮ রানে। বিজয় ৪৫ বলে ৩৮ রান করে বিদায় নিলেও অপরপ্রান্তে অঙ্কন ছিলেন দৃঢ়। ৬১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

১৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ ‘এ’ দল। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দারুণ পারফর্ম করে স্বাগতিকরা। সিরিজে ১-০ তে এগিয়ে থেকে মনোবল নিয়েই দ্বিতীয় ম্যাচের দিকে এগোচ্ছে টাইগাররা।