এএফসি কাপের সেমিতে রোনালদোর আল নাসরকে হারিয়ে ফাইনালে কাওয়াসাকি ফ্রন্টালে

- আপডেট সময় ১২:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালে। বুধবার (৩০ এপ্রিল) জেদ্দায় অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত লড়াই করেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে সৌদি ক্লাবটিকে।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল আল নাসর। তবে গোলের খাতায় নাম লেখায় প্রথমে কাওয়াসাকি। ম্যাচের ১০তম মিনিটে তাতসুয়া ইতো গোল করে জাপানিজ ক্লাবটিকে এগিয়ে দেন। এরপরই ম্যাচে ফিরে আসে আল নাসর। ২৮তম মিনিটে বউশালের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ গোল করেন সাদিও মানে।
কিন্তু প্রথমার্ধেই আবারও লিড নেয় কাওয়াসাকি। ৪১তম মিনিটে ওজেকির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপানি ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে আল নাসর আরও আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে। একাধিকবার সুযোগ পেয়েও ব্যর্থ হন রোনালদো। তার একটি হেড বল পোস্টে লেগে ফিরে আসে। তবে ৭৬তম মিনিটে ইয়েনাগার করা তৃতীয় গোল আল নাসরের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।
৮৭তম মিনিটে ইয়াহিয়ার দুর্দান্ত এক দূরপাল্লার শট জালে জড়িয়ে ব্যবধান কমান তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে আল নাসর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। পঞ্চম মিনিটে রোনালদোর নেওয়া ফ্রি কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন কাওয়াসাকির গোলকিপার। ফলে ম্যাচে আর ফিরতে পারেনি আল নাসর।
এই পরাজয়ের ফলে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে পর্তুগিজ তারকা রোনালদো ও তার দল আল নাসরের।
আগামী শনিবার (৩ মে) ফাইনালে মুখোমুখি হবে কাওয়াসাকি ও সৌদি আরবের আরেক ক্লাব আল আহলি। আল আহলি সেমিফাইনালে শক্তিশালী আল হিলালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে সৌদি দলগুলো দাপট দেখালেও শেষ হাসি হাসল কাওয়াসাকি ফ্রন্টালে।