শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে শিরোপা জিতল বার্সেলোনা

- আপডেট সময় ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / 32
নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলাও তখন শেষ পর্যায়ে। টাইব্রেকার যেন অনিবার্য, এমন সময় জাদুকরী এক গোল করলেন জুলস কুন্দে, যার কাজ মূলত রক্ষণ সামলানো। ব্রাহিম দিয়াজের উদ্দেশ্যে বাড়ানো লুকা মদ্রিচের পাস কুন্দে কেড়ে নেন এবং দূর থেকে নিচু শটে বল জাল খুঁজে নেয়। এই অসাধারণ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।
বাংলাদেশ সময় রোববার ভোরে সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুইয়ায় অনুষ্ঠিত পাঁচ গোলের এক রোমাঞ্চকর ফাইনালে হান্সি ফ্লিকের দল ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়।
ম্যাচের ২৮ মিনিটে লামিন ইয়ামালের অ্যাসিস্টে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে ডেডলক ভাঙেন পেদ্রি। ৩৫ মিনিটে বেলিংহামের শট জালে ঢুকলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। প্রথমার্ধের শেষ দিকে মাদ্রিদ একটি পেনাল্টি পেলেও সেটিও অফসাইডের সিদ্ধান্তে বাতিল হয়। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার দৃশ্যপট। প্রথমার্ধে চাপে থাকা রিয়াল এবার বার্সার রক্ষণে চাপ বাড়ায়। ৭০ মিনিটে বদলি নামা কিলিয়ান এমবাপে ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।
৭৭ মিনিটে গুলারের বাড়ানো বলে গোল করে চুয়ামেনি রিয়ালকে ২-১ গোলে এগিয়ে দেন। মনে হচ্ছিল রিয়ালই শিরোপা জিতবে। কিন্তু নাটকের ক্লাইম্যাক্স তখনও বাকি। ৮৪ মিনিটে ইয়ামালের পাস থেকে ফেরান তোরেস গোল করে ম্যাচে সমতা ফেরান।
যোগ করা সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি পেয়েছিল বার্সা। তবে ভিএআরের সাহায্যে রেফারি রাফিনহার সেই পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের প্রথম ভাগে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও টাইব্রেকারের আশঙ্কা, এমন সময় কুন্দের অবিশ্বাস্য এক শট। ১১৬ মিনিটে নিচু শটে গোল করে বার্সাকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে নিয়ে কোপা দেল রে শিরোপা জিতে নেয় বার্সা।
এটি বার্সেলোনার রেকর্ড ৩২তম কোপা দেল রে ট্রফি। এই জয়ে মৌসুমে ট্রেবল জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল কাতালানরা।