দীর্ঘ ১৭ বছর পর নিজ গ্রামে লুৎফুজ্জামান বাবর, ভালোবাসায় সিক্ত জনতা
দীর্ঘ ১৭ বছর পর নিজ জন্মভূমি নেত্রকোনার মদনে ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার রাত সাড়ে ১০টায় তিনি পৌরসভার বাড়িভাদেরা গ্রামে পৌঁছালে হাজারো জনতার ঢল নামে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সন্ধ্যা থেকেই প্রায় ১০ কিলোমিটারজুড়ে রাস্তার পাশে অপেক্ষায় ছিলেন মানুষ।
এর আগে, বিকেল ৪টায় নেত্রকোনার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে বাবরের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমায়। সংবর্ধনা শেষে তিনি মদনপুরে শাহসুলতান কমর উদ্দিন রুমী (র.) এর মাজার জিয়ারত করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
স্থানীয়দের মধ্যে বাবরকে নিয়ে দারুণ উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বাবরের সঙ্গে দেখা করতে ভিড় জমায়।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের ১৬ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর ৩০ জানুয়ারি তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন এবং পরে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন। ২১ ফেব্রুয়ারি দেশে ফেরার পরই তিনি নিজ এলাকায় ফেরার প্রস্তুতি নেন।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে বিএনপির প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়ার সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
জনপ্রিয় এই নেতার দীর্ঘ অনুপস্থিতির পর স্বজন ও সমর্থকদের আবেগ-উচ্ছ্বাস যেন প্রমাণ করল, তিনি এখনো মদনবাসীর হৃদয়ে আছেন। বাবরের এ ফিরে আসা স্থানীয় রাজনীতিতে নতুন কোনো দিক উন্মোচন করে কি না, তা সময়ই বলে দেবে।