পবিত্র আশুরা উপলক্ষে হায় হোসাইন’ ধ্বনিতে মুখর রাজধানীর বিভিন্ন এলাকা

- আপডেট সময় ০২:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 10
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে শিয়া মুসলিমদের তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। কারবালার প্রান্তরে ইমাম হোসাইনের শাহাদাত এবং ইয়াজিদের বর্বরতার প্রতীকী চিত্র ফুটিয়ে তোলা হয় এই মিছিলে। শোকের মাতম আর স্লোগানে উচ্চারিত হয় প্রতিবাদের ভাষা।
রোববার (৬ জুলাই) সকাল ৯টার দিকে মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল শুরু হয়ে ফার্মগেটে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ, শিশু ও কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ। কালো পোশাকে শোক প্রকাশ করে তারা স্মরণ করেন ইমাম হোসাইনের আত্মত্যাগকে। কারবালার মর্মান্তিক ঘটনার প্রতীকী উপস্থাপনায় কখনো ইয়াজিদের বাহিনীর নির্মমতা, আবার কখনো ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্তকে স্মরণ করা হয়।
মিছিলের পুরো পথজুড়ে “হায় হোসাইন” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অনেককে বুক চাপড়ে শোক প্রকাশ করতে দেখা যায়। তারা জানান, ইমাম হোসাইন অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গেছেন, আর সেই শিক্ষা আজও মুসলিমদের অনুপ্রাণিত করে।
দুপুরেও রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করতে দেখা গেছে শিয়া সম্প্রদায়ের মানুষকে। মিছিলে অংশগ্রহণকারীরা একদিকে শোকের আবহ বজায় রাখেন, অন্যদিকে ইমাম হোসাইনের ত্যাগকে স্মরণ করে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেন। তাদের বিশ্বাস, আশুরা শুধু শোকের দিন নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক।
শিয়া সম্প্রদায় মনে করে, আশুরা সব মুসলিমদের জন্য ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে এবং পারস্পরিক সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা করেন, মুসলিম সমাজ সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে ইমাম হোসাইনের দেখানো ন্যায় ও সত্যের পথকে অনুসরণ করবে।