ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যু, বিচার দাবি জামায়াত আমিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 22

ছবি সংগৃহীত

 

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার নির্যাতিত শিশু আছিয়া আজ (১৩ মার্চ) দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার মৃত্যুতে পুরো দেশ শোকে নিমজ্জিত।

বাংলাদেশ জামায়াত ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে আছিয়ার বাবা-মায়ের জন্য দোয়া এবং ধর্ষকের বিচার দাবি করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, “আছিয়া আজ ইতিহাসের এক করুণ অধ্যায় হয়ে আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেলো। সারা বাংলাদেশকে কাঁদিয়ে, ছোট্ট এ শিশুটি পৃথিবী থেকে বিদায় নিলো।” তিনি আরও বলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আল্লাহ তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা দান করুন।”

আছিয়ার মৃত্যুর জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, “যে মানুষ নামের পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে একটি নিরীহ শিশুর জীবন নিভিয়ে দিলো, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তাদের শাস্তি ৯০ দিনের মধ্যে কার্যকর করতে হবে।”

এসময় শোকার্ত হয়ে তিনি আছিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “বিধ্বস্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। মহান রবের দরবারে প্রার্থনা করি, তিনি যেন আছিয়ার বাবা-মা ও পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেন।”

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সকলে মিলে এই নরপশুদের বিরুদ্ধে সোচ্চার হই। তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি এবং সামাজিকভাবে, সাংগঠনিকভাবে এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করি। ধর্ষকদের বিরুদ্ধে আমাদের সকলকে এক হয়ে দাঁড়াতে হবে।”

নিউজটি শেয়ার করুন

নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যু, বিচার দাবি জামায়াত আমিরের

আপডেট সময় ০৮:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

 

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার নির্যাতিত শিশু আছিয়া আজ (১৩ মার্চ) দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার মৃত্যুতে পুরো দেশ শোকে নিমজ্জিত।

বাংলাদেশ জামায়াত ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে আছিয়ার বাবা-মায়ের জন্য দোয়া এবং ধর্ষকের বিচার দাবি করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, “আছিয়া আজ ইতিহাসের এক করুণ অধ্যায় হয়ে আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেলো। সারা বাংলাদেশকে কাঁদিয়ে, ছোট্ট এ শিশুটি পৃথিবী থেকে বিদায় নিলো।” তিনি আরও বলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আল্লাহ তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা দান করুন।”

আছিয়ার মৃত্যুর জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, “যে মানুষ নামের পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে একটি নিরীহ শিশুর জীবন নিভিয়ে দিলো, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তাদের শাস্তি ৯০ দিনের মধ্যে কার্যকর করতে হবে।”

এসময় শোকার্ত হয়ে তিনি আছিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “বিধ্বস্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। মহান রবের দরবারে প্রার্থনা করি, তিনি যেন আছিয়ার বাবা-মা ও পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেন।”

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সকলে মিলে এই নরপশুদের বিরুদ্ধে সোচ্চার হই। তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি এবং সামাজিকভাবে, সাংগঠনিকভাবে এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করি। ধর্ষকদের বিরুদ্ধে আমাদের সকলকে এক হয়ে দাঁড়াতে হবে।”