০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলাকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের পাকিস্তানে সামরিক গাড়িতে হামলা, ১২ সেনা নিহত আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয়: উপদেষ্টা ফাওজুল কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল রাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর ভোট গণনা শেষ ১৪ কেন্দ্রে, বাকি সাতটিতে ৭৫ শতাংশ গণনা শেষ ‘টাকা-পয়সা নিয়ে বিএনপির সদস্য পদ দিলে দেশ থেকে বিতাড়িত করা হবে’

নারীদের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান তারেক রহমানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 47

ছবি: সংগৃহীত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীসমাজকে অবহেলা, নির্যাতন এবং বৈষম্য থেকে মুক্ত রাখতে সবার সচেতন দৃষ্টি রাখা জরুরি। তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

শুক্রবার (৭ মার্চ) প্রকাশিত এক বাণীতে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক নারী দিবস একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, যেখানে বিশ্বব্যাপী নারীদের আর্থিক, রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। এ দিবসটি নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে সচেতনতা তৈরি করে।

বাংলাদেশে নারী দিবসের গুরুত্ব অপরিসীম জানিয়ে তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, এবং তাদের অগ্রগতি জাতির সার্বিক উন্নতির জন্য অপরিহার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, যার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া নারীর আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেন।

তারেক রহমান আরো বলেন, বেগম খালেদা জিয়ার সরকার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে, নারীদের জন্য ক্যাডেট কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, এবং উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ১৯৯৩ সালে দরিদ্র জনগণের জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়, যা নারীদের উন্নয়নে বড় ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, নারীদের শিক্ষা, প্রশিক্ষণ এবং সমান সুযোগ নারীদের ক্ষমতায়ন ও দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করে। নারীর সমতা এখন বৈশ্বিক অগ্রগতির মূল বিষয় হওয়া উচিত এবং এ লক্ষ্যে একসাথে কাজ করতে হবে।

তারেক রহমান নারী দিবসের এই উপলক্ষে নারীদের উন্নয়ন ও কল্যাণে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এবারের নারী দিবসের মূল থিম “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”-এর সফলতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

নারীদের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় ০২:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীসমাজকে অবহেলা, নির্যাতন এবং বৈষম্য থেকে মুক্ত রাখতে সবার সচেতন দৃষ্টি রাখা জরুরি। তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

শুক্রবার (৭ মার্চ) প্রকাশিত এক বাণীতে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক নারী দিবস একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, যেখানে বিশ্বব্যাপী নারীদের আর্থিক, রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। এ দিবসটি নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে সচেতনতা তৈরি করে।

বাংলাদেশে নারী দিবসের গুরুত্ব অপরিসীম জানিয়ে তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, এবং তাদের অগ্রগতি জাতির সার্বিক উন্নতির জন্য অপরিহার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, যার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া নারীর আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেন।

তারেক রহমান আরো বলেন, বেগম খালেদা জিয়ার সরকার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে, নারীদের জন্য ক্যাডেট কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, এবং উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ১৯৯৩ সালে দরিদ্র জনগণের জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়, যা নারীদের উন্নয়নে বড় ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, নারীদের শিক্ষা, প্রশিক্ষণ এবং সমান সুযোগ নারীদের ক্ষমতায়ন ও দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করে। নারীর সমতা এখন বৈশ্বিক অগ্রগতির মূল বিষয় হওয়া উচিত এবং এ লক্ষ্যে একসাথে কাজ করতে হবে।

তারেক রহমান নারী দিবসের এই উপলক্ষে নারীদের উন্নয়ন ও কল্যাণে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এবারের নারী দিবসের মূল থিম “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”-এর সফলতা কামনা করেন তিনি।