অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। আগামীকাল (বুধবার) তিনি শপথ গ্রহণ করবেন।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
প্রেসসচিব জানান, অধ্যাপক আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। আগামীকাল তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।”
বর্তমান শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ একসঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, যার মধ্যে রয়েছে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়। প্রেসসচিব জানান, অধ্যাপক মাহমুদ দীর্ঘদিন ধরেই পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন এবং তার ওপর কর্মব্যস্ততা বেড়ে গেছে। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্যই অধ্যাপক আবরারকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হচ্ছে।
সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে অধ্যাপক আবরারের অন্তর্ভুক্তি শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে, তার একাডেমিক অভিজ্ঞতা শিক্ষা খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।