ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার, স্বাস্থ্যসেবায় নেওয়া হবে নতুন উদ্যোগ: রিজওয়ানা বিশ্ব বাণিজ্য পথের নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন কৌশল ইবি উপাচার্য কার্যালয়ে উত্তেজনা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার ঈদে ৩ নায়কের বক্স অফিসের লড়াই: শাকিব, নিশো ও সিয়ামের শক্তিশালী প্রত্যাবর্তন অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লখযোগ্য প্রবৃদ্ধি, অগ্রসর অন্যান্য খাতও ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর রানা ভারতে প্রত্যর্পণের পথে, যুক্তরাষ্ট্রের সম্মতি পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। আগামীকাল (বুধবার) তিনি শপথ গ্রহণ করবেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রেসসচিব জানান, অধ্যাপক আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। আগামীকাল তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।”

বর্তমান শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ একসঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, যার মধ্যে রয়েছে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়। প্রেসসচিব জানান, অধ্যাপক মাহমুদ দীর্ঘদিন ধরেই পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন এবং তার ওপর কর্মব্যস্ততা বেড়ে গেছে। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্যই অধ্যাপক আবরারকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হচ্ছে।

সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে অধ্যাপক আবরারের অন্তর্ভুক্তি শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে, তার একাডেমিক অভিজ্ঞতা শিক্ষা খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৫০৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার

আপডেট সময় ০৫:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। আগামীকাল (বুধবার) তিনি শপথ গ্রহণ করবেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রেসসচিব জানান, অধ্যাপক আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। আগামীকাল তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।”

বর্তমান শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ একসঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, যার মধ্যে রয়েছে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়। প্রেসসচিব জানান, অধ্যাপক মাহমুদ দীর্ঘদিন ধরেই পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন এবং তার ওপর কর্মব্যস্ততা বেড়ে গেছে। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্যই অধ্যাপক আবরারকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হচ্ছে।

সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে অধ্যাপক আবরারের অন্তর্ভুক্তি শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে, তার একাডেমিক অভিজ্ঞতা শিক্ষা খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।