ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার ১০টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, চূড়ান্ত হয়নি ১টি আসন

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে এখনো কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। দলীয় একটি সূত্র জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, যদিও আরেকটি সূত্র বলছে, এখনো প্রার্থী তালিকা পুরোপুরি চূড়ান্ত হয়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মহানগরীর একটি রেস্টুরেন্টে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম আনুষ্ঠানিকভাবে ১০টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তারসহ কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের নেতৃবৃন্দ।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) মো. মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা-৩ (মুরাদনগর) ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা-৪ (দেবিদ্বার) সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) ড. মোবারক হোসাইন, কুমিল্লা-৬ (সদর) কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ (বরুড়া) অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) মাওলানা ইয়াসিন আরাফাত ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জামায়াত নীতিগতভাবে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লার ১১টি আসনেও দলীয় প্রার্থী দেবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনী মাঠ জামায়াতের জন্য এখন অনুকূল। জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং প্রচারণায় কোনো বাধা আসছে না।”

এদিকে, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতের কোনো প্রার্থী না দেওয়ার পেছনে সাংগঠনিক কৌশল, জোটের সমীকরণ বা স্থানীয় পরিস্থিতি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

কুমিল্লার ১০টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, চূড়ান্ত হয়নি ১টি আসন

আপডেট সময় ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে এখনো কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। দলীয় একটি সূত্র জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, যদিও আরেকটি সূত্র বলছে, এখনো প্রার্থী তালিকা পুরোপুরি চূড়ান্ত হয়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মহানগরীর একটি রেস্টুরেন্টে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম আনুষ্ঠানিকভাবে ১০টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তারসহ কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের নেতৃবৃন্দ।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) মো. মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা-৩ (মুরাদনগর) ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা-৪ (দেবিদ্বার) সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) ড. মোবারক হোসাইন, কুমিল্লা-৬ (সদর) কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ (বরুড়া) অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) মাওলানা ইয়াসিন আরাফাত ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জামায়াত নীতিগতভাবে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লার ১১টি আসনেও দলীয় প্রার্থী দেবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনী মাঠ জামায়াতের জন্য এখন অনুকূল। জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং প্রচারণায় কোনো বাধা আসছে না।”

এদিকে, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতের কোনো প্রার্থী না দেওয়ার পেছনে সাংগঠনিক কৌশল, জোটের সমীকরণ বা স্থানীয় পরিস্থিতি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নেতা-কর্মীরা।