নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে জামায়াত

- আপডেট সময় ০২:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার এক বিবৃতির মাধ্যমে গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তবে, বৈঠকের মূল আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচন, নির্বাচন কমিশনের ভূমিকা, এবং রাজনৈতিক পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কমিশন ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী তাদের মতামত ও পরামর্শ তুলে ধরবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নিবন্ধন হারানো দল হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রয়েছে নানা বিতর্ক। সাম্প্রতিক সময়ে দলটি রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুসংহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠক জামায়াতের রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল এবং নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে।