১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর

খালেদা জিয়াকে মমতাময়ী মা ও দেশনেত্রী হিসেবে স্মরণ করলেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 126

ছবি সংগৃহীত

 

ঢাকা, ৩০ ডিসেম্বর — বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি খালেদা জিয়াকে মমতাময়ী মা, দেশনেত্রী ও গণতান্ত্রিক সংগ্রামের অগ্রদূত হিসেবে স্মরণ করেন।

স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের প্রতীক। দেশের গণতান্ত্রিক পথচলায় তাঁর অবদান স্মরণ করে তারেক রহমান লেখেন, এই সময় একজন পথপ্রদর্শককে হারিয়ে দেশ গভীরভাবে শোকাহত।
তারেক রহমান আরও উল্লেখ করেন, তাঁর কাছে খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। তিনি স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

বার্তায় খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের ত্যাগের কথাও তুলে ধরেন তিনি। বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি তিনি পরিবারকে আগলে রেখেছেন একজন অভিভাবকের মতো। বারবার গ্রেপ্তার, চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া ও নিপীড়নের মধ্যেও তিনি সাহস, সহানুভূতি ও দেশপ্রেমে পরিবারকে অনুপ্রাণিত করেছেন।

তারেক রহমান লেখেন, দেশের জন্য সংগ্রাম করতে গিয়ে খালেদা জিয়াকে ব্যক্তিজীবনে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। দেশের মানুষই ছিল তাঁর পরিবার ও অস্তিত্ব। তিনি জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক স্মরণীয় অধ্যায় রেখে গেছেন, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে।
স্ট্যাটাসের শেষাংশে তারেক রহমান দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন এবং পরিবারটির প্রতি প্রকাশিত ভালোবাসা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়াকে মমতাময়ী মা ও দেশনেত্রী হিসেবে স্মরণ করলেন তারেক রহমান

আপডেট সময় ০৫:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

 

ঢাকা, ৩০ ডিসেম্বর — বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি খালেদা জিয়াকে মমতাময়ী মা, দেশনেত্রী ও গণতান্ত্রিক সংগ্রামের অগ্রদূত হিসেবে স্মরণ করেন।

স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের প্রতীক। দেশের গণতান্ত্রিক পথচলায় তাঁর অবদান স্মরণ করে তারেক রহমান লেখেন, এই সময় একজন পথপ্রদর্শককে হারিয়ে দেশ গভীরভাবে শোকাহত।
তারেক রহমান আরও উল্লেখ করেন, তাঁর কাছে খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। তিনি স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

বার্তায় খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের ত্যাগের কথাও তুলে ধরেন তিনি। বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি তিনি পরিবারকে আগলে রেখেছেন একজন অভিভাবকের মতো। বারবার গ্রেপ্তার, চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া ও নিপীড়নের মধ্যেও তিনি সাহস, সহানুভূতি ও দেশপ্রেমে পরিবারকে অনুপ্রাণিত করেছেন।

তারেক রহমান লেখেন, দেশের জন্য সংগ্রাম করতে গিয়ে খালেদা জিয়াকে ব্যক্তিজীবনে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। দেশের মানুষই ছিল তাঁর পরিবার ও অস্তিত্ব। তিনি জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক স্মরণীয় অধ্যায় রেখে গেছেন, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে।
স্ট্যাটাসের শেষাংশে তারেক রহমান দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন এবং পরিবারটির প্রতি প্রকাশিত ভালোবাসা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল।