আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

- আপডেট সময় ০২:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 82
নারায়ণগঞ্জ আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল আহাম্মেদ (৩০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ৩ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগেও তার বাড়িতে অগ্নি-সংযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোহেল আহাম্মেদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
নিহত সোহেল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের টানা মেয়াদে সোহেল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসে আবারেও চাঁদাবাজি শুরু করে। সর্বশেষ সোমবার সকালে সোহেলকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার-নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।